আমাদের কথা খুঁজে নিন

   

ইউরোপা লিগের শেষ আটে জুভেন্টাস

দুই লেগ মিলে ইতালিয়ান চ্যাম্পিয়নদের অগ্রগামিতা ২-১। প্রথম লেগ ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছিল জুভেন্টাস।

প্রতিপক্ষের মাঠে জুভেন্টাসের জয়ের নায়ক অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেয়া পির্লো। ৭১ মিনিটে জয়সূচক গোলটি করেন তিনি। তার দুই মিনিট আগে আর্জেন্টাইন ডিফেন্ডার গনসালো রদ্রিগেসের দ্বিতীয় হলুদ কার্ড ১০ জনের দলে পরিণত করে ফিওরেন্তিনাকে।



পতুর্গালের বেনফিকার মাঠে ২-২ গোলে ড্র করে বিদায় নিয়েছে ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার। আগের ম্যাচে টটেনহ্যামের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফেরা বেনফিকার অগ্রগামিতা ৫-৩।

ইতালির নাপোলিরও ইউরোপের দ্বিতীয় সেরা এই ক্লাব টুর্নামেন্ট থেকে ছুটি হয়ে গেছে। নাপোলির মাঠে ফিরতি লেগ ২-২ গোলে ড্র হলেও প্রথম লেগে ১-০ গোলে জয় পাওয়ায় পর্তুগালের পোর্তো বিদায় করে দিয়েছে ডিয়েগো ম্যারাডোনার সাবেক দলকে।

তবে প্রথম লেগের মতো ফিরতি লেগেও বুলগেরিয়ার লুডোগোরেটসকে হারিয়ে শেষ আটে উঠেছে ভ্যালেন্সিয়া।

ঘরের মাঠে ফিরতি লেগে মিডফিল্ডার পাসো আলকাসেরের একমাত্র গোলে জিতেছে স্পেনের দলটি। প্রথম লেগে ভ্যালেন্সিয়া ৩-০ গোলে জিতেছিল।

শেষ আটে ওঠা অন্য চার দল হলো নেদারল্যান্ডসের এজেড, স্পেনের সেভিয়া, সুইজারল্যান্ডের বাসেল ও ফ্রান্সের অলিম্পিক লিওঁ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।