আমাদের কথা খুঁজে নিন

   

ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ডে টটেনহ্যাম

গ্রুপ পর্বের দুই ম্যাচ হাতে রেখে সেরা ৩২-এর টিকেট নিশ্চিত করেছে স্পেনের ভ্যালেন্সিয়া এবং ইতালির ফিওরেন্তিনাও। বৃহস্পতিবার রাতে ভ্যালেন্সিয়া ৩-২ গোলে সুইজারল্যান্ডের সাংক গ্যালেনকে আর ফিওরেন্তিনা ২-১ গোলে রোমানিয়ার পান্দুরি তার্গু জিউকে হারিয়েছে। ঘরের মাঠ হোয়াইট হার্ট লেনে টটেনহ্যামের পক্ষে গোল দুটি করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলা ও স্ট্রাইকার জারমেইন ডিফো। এর মধ্যে ডিফোর গোলটি ছিল পেনাল্টি থেকে। ২৩ গোল নিয়ে ডিফো এখন ইউরোপের ক্লাব টুর্নামেন্টগুলোতে টটেনহ্যামের পক্ষে সর্বোচ্চ গোলদাতা।

আগের রেকর্ডটি ছিল সাবেক ফরোয়ার্ড মার্টিন চিভার্সের। প্রতিপক্ষের মাঠে ভ্যালেন্সিয়ার জয়ের নায়ক পাবলো পিয়াত্তি। দলের তিন গোলের দুটোই এই আর্জেন্টাইন স্ট্রাইকারের। অন্য গোলটি স্পেনের মিডফিল্ডার স্যার্হিও ক্যানালেসের। ৫৬ মিনিটে ডিফেন্ডার ফিলিপ্পে মন্টানডোনের লাল কার্ড ১০ জনের দলে পরিণত করে সাংক গ্যালেনকে।

পান্দুরির মাঠে ফিওরেন্তিনার দুই গোলদাতা ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাইডার মাতোস ও স্প্যানিশ মিডফিল্ডার বোর্জা ভালেরো। এই তিন দল ছাড়া দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে রাশিয়ার রুবিন কাজান, বুলগেরিয়ার লুদোগোরেৎস রাজগ্রাদ, ডেনমার্কের এসবিয়া ও ইউক্রেনের নিপ্রোপেত্রোভস্ক। এছাড়া সাইপ্রাসের আপোলন লিমাসলকে ২-১ গোলে হারিয়ে ইতালির লাৎসিও এবং রাশিয়ার কুবান ক্রাসনোদারের সঙ্গে ১-১ গোলে ড্র করে ওয়েলসের সোয়ানসি সিটি নক আউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।