Mahmood Khan
ডেঙ্গু কি ?
১.ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর। এডিস মশার মাধ্যমে ডেঙ্গু জ্বর ছড়ায়।
২.সাধারন ডেঙ্গু জ্বর সহজেই সেরে যায়।
ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে ঃ
১. শরীরের তাপমাত্রা হঠাৎ করে ১০৪ ফারেনহাইট থেকে ১০৫ ফারেনহাইট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
২.মাথাব্যথা, মাংসপেশী, চোখের পেছনে এবং হাড়ে বিশেষ করে মেরুদন্ডে প্রচন্ড ব্যথা অনুভব হয়।
৩.খাবারে রুচি থাকে না এবং বমি বমি ভাব থাকে।
৪.চামড়ার নিচে রক্ত ক্ষরন, কালো রংয়ের পায়খানা, দাঁতের মাড়ি, নাক, মুখ ও পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত হলে হেমোরেজিক ডেঙ্গু জ্বর বলে ধরে নিতে হবে।
সেবাযত্নঃ
হেমোরেজিক ডেঙ্গু জ্বর না হলে রোগীকে ঘরে রেখে ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা ও সেবাযত্ন করা উচিৎ।
১.জ্বর কমানোর জন্য মাথায় পানি দেয়া এবং উচ্চমাত্রায় জ্বরের সময় ভেজা কাপড় দিয়ে ঘন ঘন শরীর মুছে দিতে হবে।
২.রোগীকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট পরিমান তরল ও স্বাভাবিক খাবার খেতে দিতে হবে।
৩.রোগীকে সবসময় মশারির ভিতরে রাখতে হবে।
৪.রোগী যাতে পূর্ন বিশ্রামে থাকতে পারে সে ব্যবস্থা করতে হবে।
৫.রোগীর মানসিক শক্তি বৃদ্ধির জন্য নিকট আত্মীয় পরিবেষ্টিত নিজ বাড়ির পরিবেশই ভালো।
৬.জ্বর কমানোর জন্য প্যারাসিটামল বিপি দেওয়া যেতে পারে, তবে কোন অবস্থাতেই ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ঔষধ খাওয়ানো বা দেয়া যাবে না।
৭.ডেঙ্গু জ্বর হলে ভীত বা আতঙ্কিত হবার কোন কারন নেই।
কেবল হেমোরেজিক ডেঙ্গু জ্বর হলেই রোগীকে হাসপাতালে ভর্তি করে ডাক্তারের পরামর্শ মোতাবেক ব্যবস্থা নিতে হবে।
৮.ডাক্তারের পরামর্শ ছাড়া রক্ত পরীক্ষা ও প্রদান করা বিপদজনক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।