প্রতিদিন নতুন করে স্বপ্ন দেখি। নিজেকে আত্ববিশ্বাসী করার ব্যার্থ প্রচেষ্টা। তবুও স্বপ্ন দেখি। । ।
।
আজ সংবাদে দেখলাম নির্বাচন কমিশন রাজনৌতিক দলগুলোর নির্বাচন খরচ এর জন তহবিল এর চেষ্টা করছে। এ নির্বাচন কমিশন আশার পর নির্বাচন আইনের অনেকবার সংশোধন হয়েছে। গত নির্বাচনে সরকার রাজনৌতিক দলগুলোর ব্যায় নির্ধারন করে দিয়েছে। রাজনৌতিক দলের সর্বোচ খরচ বেধেঁ দেওয়া হয়েছিল সাড়ো চার কোটি টাকা আর প্রার্থী প্রতি পনের লাখ টাকা।
এখন নির্বাচন কমিশন এটাকে ডাবল করে রাজনৌতিক দলের সর্বোচ খরচ দশ কোটি টাকা আর সদস্য প্রতি ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা। এছাড়া আগামী নির্বাচনে রাজনৌতিক দলগুলোর নির্বাচন খরচ এর জন্য সরকার থেকে অর্থ দেওয়ার কথা ভাবাহচ্ছো। নির্বাচন কমিশনার অনুমান করছে এ জন্য প্রায় একশ কোটি টাকা খরচ হবে। । ।
আমার প্রশ্ন হল যে দেশের হাজার মানুষের বাসস্হান রাস্তার ফুটপাত। হাজার পথ শিশু ক্ষুধার যন্ত্রনায় কাতর। দারিদ্রতা নামক অভিশাপ যে জাতির উপর। যে দেশের হাজার মানুষের দৈনন্দিন মাথাপিছু আয় ২ ডলার কোন ক্ষেত্রে ১ ডলারা এর ও কম। প্রাকৃতিক দূর্যোগ একটার পর একটা লেগেই আছে উপরের হিসাবগুলো কি এ দেশের হিসাবের সাথে মানায়।
ছোট একটা দেশ আমাদের বাংলাদেশ ঠিক একই দেশে এক শ্রেনীর মানুষ নিজেদের অর্থলিপ্সা পূরনে ব্যাস্ত আর অপর শ্রেনীর মানুষ ক্ষুধায় কাতর হয়ে মৃত্যুর প্রহর গুনে। এই চিত্র টা যখন কল্পনা করি নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে হয়। । সরকার কার জন্য গঠিত হয়?দেশের জনগনের জন্য না রাজনৈতিক দলের জন্য। হিসাব টা আমি সত্যিই বুঝি না তাই আজ আমি নির্বাক।
এই শিশুটির চোখের চাহনীর জবাব কে দেবে???
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।