বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লক্ষ্মীপুর জেলার নির্বাহী প্রকৌশলী মো. দুলাল জানান, বৃহস্পতিবার ভোর ৪টা থেকে পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ঘূর্ণিঝড় মহাসেন এরইমধ্যে পটুয়াখালীর ফেপুপাড়ায় আঘাত হানায় এবং রাতের দমকা হাওয়ায় অনেক জায়গায় বিদ্যুতের তারের ওপর গাছের ডালপালা পড়ায় দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগজারিয়া ও তেলিরচর, সদর উপজেলার পশ্চিম ও মধ্য চররমনী এবং চরমেঘাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চরগুলোতে স্বাভাবিকের চেয়ে চার/পাঁচ ফুট বেশি উচ্চতার জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ওই এলাকার ফসলের মাঠ।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চরগজারিয়া ও তেলিরচর থেকে ৩৫টি নৌকা ও ট্রলারে প্রায় ১৫ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
ওই দুটি চরে প্রায় ৫০ হাজার মানুষ বাস করে। তাদের নিরাপদ আশ্রয়ের জন্য ৪৩টি আশ্রয় কেন্দ্র এবং ১০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।
জেলা প্রশাসন জানায়, ঘূর্ণিঝড় থেকে রক্ষার জন্য লক্ষ্মীপুরে মোট ১০১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
এর মধ্যে ২৩টি আশ্রয়কেন্দ্রে চার হাজার ৯৭৩ আশ্রয় নিয়েছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা অরুনেন্দ্র কিশোর চক্রবর্তী।
ঝড়ে দুর্গতদের চিকিৎসার জন্য ৬৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
আশ্রয় কেন্দ্রে অবস্থানরতদের শুকনো খাবার দেয়া হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।