সরকার বিরোধী নানা স্লোগানে মুখরিত হয়ে বিভিন্ন দলের একের পর এক মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠেছে লক্ষ্মীপুর।
আজ একদিনে শহরটিতে ৩ টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। এক গলির শহর হিসেবে খ্যাত লক্ষ্মীপুরে একের পর এক মিছিলের কারনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একদিকে হরতাল আর অন্য দিকে রাস্তা অবরোধ করে সরকার বিরোধীদের বিক্ষোভ সমাবেশে সাধারণ মানুষের স্বাভাবিক চলা ফেরায় বিঘ্নতা ঘটছে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয়রা জানায়, আজ দপুরে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূনর্বহাল ও দলীয় নেতাদের মুক্তির দাবীতে জামায়াত শিবির মিছিল বের করে।
মিছিলটি শহরের উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে দক্ষিন তেমুহনী ট্রাফিক চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মফিজুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কিছুক্ষন পর বাংলাদেশ ইসলামী আন্দোলন জেলা শাখার উদ্যেগে দক্ষিন তেমুহনী এলাকা থেকে মিছিল বের করে উত্তর তেমুহনী ট্রাফিক চত্বরে এসে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা মো: ইব্রাহীম, সাধারণ সম্পাক মাওলানা মফিজুল ইসলাম প্রমুখ।
এ দিকে বিকেলে এ্যানীর বিরুদ্ধে মামলার প্রতিবাদ ও দলের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবীতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা শহরের জেলা কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, এ্যাডভোকেট হাসিবুর রহমান, মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।