'আনন্দে মাতো, মাতিয়ে রাখো আর আনন্দে হাসো' এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে আজ শনিবার থেকে ৫ দিনব্যাপী ঘুড়ি উৎসব প্রতিযোগিতা শুরু হয়েছে। স্থানীয় যুব সমাজের আয়োজনে সদর উপজেলার পশ্চিম গঙ্গাপুরের কেরামত আলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবছরেরমিতো এবারও শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে এ ঘুড়ি উৎসব শুরু হয়।
এ উপলক্ষ্যে সকালে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে ঘুড়ি তুলে দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম। এসময় উপস্থিত ছিলেন ঘুড়ি উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিজানুল করিম লিটন, ইউপি সদস্য সাইফুল কিবরিয়া, ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন আরিফ প্রমুখ।
পরে স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে ঢাকঢোল পিটিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সে মাঠে এসে শেষ হয়। এ সময় শিশু-কিশোর ও নারীসহ এলাকার বিভিন্ন বয়সের সাধারণ মানুষ এ আনন্দ উপভোগ করেন। একই সঙ্গে রং বেরঙের নানান ঘুড়ি আকাশে উড়ায় প্রতিযোগীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।