আপাতত রেস্টে আছি! :)
Blade Runner
Directed by Ridley Scott
Release: 1982
IMDb Rating: 8.3
২০১৯ সালের লস অ্যান্জেলস। চির রাত্রির এক শহর। মাণুষ সদৃশ চার রোবোট (রেপ্লিক্যান্ট-এরা অন্য গ্রহে বসবাসকারী মাণুষদের দাস) অবৈধভাবে পৃথিবীতে এসেছে এক মিশন নিয়ে। বিদ্রোহী রেপ্লিক্যান্টদের চিহ্নিত ও হত্যা করার জন্য এক স্পেশাল ফোর্স আছে,যার নাম ব্লেড রানার। রিক ডেকহার্ড (হ্যারিসন ফোর্ড) তেমনই এক ব্লেড রানার।
পৃথিবীতে লুকিয়ে থাকা এই ভয়ানক চার রেপ্লিক্যান্টকে হত্যা করার দায়িত্ব পেলো ডেকহার্ড।
ডেকহার্ড রেপ্লিক্যান্ট শিকারে নামে। তার পরিচায় হয় Rachel (শন ইয়াং)-এর সাথে। Rachel জানতো সে রেপ্লিক্যান্ট না,মাণুষ। কিন্তু,ডেকহার্ড প্রমাণ করেও সেও একজন রেপ্লিক্যান্ট।
এই সত্য জানতে পেরে Rachel পালিয়ে যায়। ডেকহার্ডকে নির্দেশ দেওয়া হয় Rachel-কেও যেন মেরে ফেলা হয়। কিন্তু Rachelকে নিয়ে যে ডেকহার্ডের মনে "অন্যরকম" অনুভূতি কাজ করে। অন্যদিকে রেপ্লিক্যান্টরাও জানতে পারে বর্তমানে তাদের সবচে বড় শত্রুটির নাম- রিক ডেকহার্ড। ...
Blade Runner এর পরিচালক Ridley Scott।
গল্প নেয়া হয়েছে Philip K. Dick এর Do Androids Dream of Electric Sheep? উপন্যাস থেকে। প্রথমেই বলে নেই,আমি এই "হরিফিক" মুভির গল্পকে ঠিকভাবে প্রকাশ করতে পারিনি। অনেক সময় গল্পের মাঝেও অনুচ্চারিত অনেক গল্প রয়ে যায়। ব্লেড রানারও তাই। প্রেজেন্টেশনের কল্যাণে মুভির ভালোলাগা-মন্দলাগার অনেকটাই নির্ধারিত হয়।
ব্লেড রানার তার নিজের স্টাইলে অনন্য। এক্সট্রিমলি ডার্ক আবার একইসাথে প্রচন্ড নান্দনিক। নতুন এক ধারার সূচনাকরী।
ব্লেড রানার শুধু সায়েন্স ফিকশন নয়,থ্রিলার,সাসপেন্স,মিস্টরি (ডিটেক্টিভ স্টাইল আরকি) আর কিছুটা হররের সাথে আর্টের মিশেল। প্রায় ৯৭% সাই-ফাই মুভিতে দেখা যায়,পৃথিবীর/মানব জাতির অস্তিত্ব নিয়ে টানাটানি চলছে।
যারা অন্যগ্রহ থেকে এসেছে তারা হয় পৃথিবীকে ধ্বংস করে ফেলবে অথবা মানব জাতিকে নিশ্চিহ্ন করে দেবে। হিরোসাহেব প্রায় একক প্রচেষ্টায় সে প্ল্যান হাওয়া করে দিবেন। ব্লেড রানারে তেমন কোনো গুরুতর ব্যাপার নেই। ডেকহার্ড যে চার রেপ্লিক্যান্টকে খুঁজছে,পৃথিবী অথবা সমগ্র মানব জাতির উপর তাদের কোনো মৌলিক আক্রোশ নেই। ডেকহার্ডও কোনো "ওয়ান ম্যান শো" এর প্রদর্শনী চালায় না।
এছাড়াও,বেশিরভাগ সায়েন্স ফিকশনের একটা বড় অংশ অ্যাকশন নির্ভর (অত্যাধুনিক গ্যাজেটস,নিউক্লিয়ার-লেজার গান, আকাশছোঁয়া "মাশরুম ক্লাউড" বিস্ফোরণ আরো কত কি!)। ব্লেড রানার-এ অ্যাকশন থাকলে,এর প্রাণ হলো জটিল গল্প,অসামান্য ভিজ্যুয়াল স্টাইল,শক্তিশালী পরিচালনা,চমৎকার মিউজিক আর হ্যারিসন ফোর্ড।
পছন্দের ডায়লগ ও জয়মাল্য:
এই মুভির দু্ইটা ডায়লগ আমার খুব পছ্ন্দ-
"moments will be lost in time; like tears in rain"
"It's too bad Rachel won't live; but then again, who does?"
বিভিন্ন সেরা মুভির লিস্টে বারবার ব্লেড রানার এসেছে। যেমন:
Empire ম্যাগাজিন নির্বাচিত সর্বকালের সেরা ৫০০ মুভির মাঝে ২০তম।
American Film Institute নির্বাচিত সর্বকালের সেরা ১০ সায়েন্স ফিকশনের মাঝে ৬ষ্ঠ।
O.F. Critics Society নির্বাচিত সর্বকালের সেরা ১০ সায়েন্স ফিকশনের মাঝে ২য়।
The Guardian (Scientists) নির্বাচিত সর্বকালের সেরা ১০ সায়েন্স ফিকশনের মাঝে ১ম।
অনলাইন ও মার্কেটে Blade Runner এর বেশ কয়েকটি ভার্শন রেয়েছে। এসব ভার্শনের মাঝে ক্ষুদ্র অথচ সিগনিফিক্যান্ট পার্থক্য রেয়েছে। আমি Director's Cut ভার্শনটি দেখেছি।
2001: A Space Odyssey ও Terminator 2 এর পরে Blade Runner আমার দেখা সেরা সায়েন্স ফিকশন মুভি। American Gangster,Alien,Thelma & Louise,Gladiator এর মতো মুভির পরিচালক রিডলি স্কট নিজেও Blade Runner-কে তার সবচে পূর্নাঙ্গ কাজ বলে মনে করেন। রিডলি তার ভাই টনি স্কটের (আরেক হলিউডি বস) সাথে Purefold নামে কয়েকটি সিরিজ শর্ট ফিল্ম বানাবেন। ধারণা করা হচ্ছে,এটি হবে Blade Runner এর প্রিকুয়েল।
সর্বোপরি ব্লেড রানার এন্টায়ারলি এন্টারটেইনিং!চোখ বন্ধ করে সর্বকালের সেরা সায়েন্স ফিকশনের তালিকায় এই মুভিকে রাখা যায়।
আমার ধারণা কম-বেশি সবাই মুভিটি দেখেছেন। যে সব সিনেমাখোর এখনো দেখেন্নি,ভালো লাগুক অথবা খারাপ,এটা তাদের জন্য একটা মাস্ট সি মুভি।
ডাউনলোড লিন্ক (flv ফাইল,২৯৮ মেগা)
ডাউনলোড লিন্ক (mp4 ফাইল,৫১৪ মেগা)
ডাউনলোড লিন্ক (avi ফাইল,৭০০ মেগা)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।