দক্ষিণ আফ্রিকার প্যারা অলিম্পিক স্পিন্টার অস্কার পিস্টোরিয়াস ক্রীড়াঙ্গনে ব্লেড রানার নামেই পরিচিত। গত ভ্যালেন্টাইন ডে' তে নিজ হাতে প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে খুন করে নায়ক থেকে খলনায়কে পরিণত হয়েছেন। হয়তো বড় ধরনের শাস্তিও পেতে যাচ্ছেন। ইতোমধ্যে পিস্টোরিয়াসের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। শাস্তি নিশ্চিত জেনেই কিনা আদালতের বাইরে গোপনে প্রেমিকার পরিবারের সঙ্গে সমঝোতার চেষ্টা করছেন পিস্টোরিয়াস ।
স্থানীয় একটি সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, আগামী বছর ৩ মার্চ মামলার বিচার শুরু হওয়ার আগেই বিষয়টি নিষ্পত্তি করতে চান ব্লেড রানার। পিস্টোরিয়াসের আইনজীবী কেনি ওল্ডওয়েজ স্টিনক্যাম্পের পরিবারের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা এএফপি'কে ওল্ডওয়েজ বলেন, 'এমন ধরনের আলোচনা সম্পর্কে আমি অবগত নই এবং কোনো মন্তব্য করতে পারছি না। ' পেনশন জীবন ভোগ করা মা-বাবাকে আর্থিক সহায়তা করতেন স্টিনক্যাম্প ও তার ভাই। তারা দক্ষিণাঞ্চলীয় শহর পোর্ট এলিজাবেথের বাড়িতে ভাড়া থাকতেন।
জানা গেছে, হত্যা মামলার পাশাপাশি স্টিনক্যাম্পের মা-বাবা তিন লাখ ডলারের ক্ষতিপূরণ চেয়ে সিভিল আদালতে একটি মামলা করেছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।