শিক্ষাই হল জাতি
নওগাঁ, ৫ ডিসেম্বর নওগাঁয় স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে বখাটেরা ব্লেড ও চাকু দিয়ে সারা শরীর চিড়ে দিয়েছে। এ ঘটনা শহরে ছড়িয়ে পড়লে স্কুলগামী ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম বখাটেদের গ্রেপ্তারে জোর তৎপরতা শুরু করেছে।
পার-নওগাঁ বয়েজ হোম মেরীগোল্ড পাড়ার আলমগীর হোসেন জানান, তার মেয়ে আশা আলমগীর মিলি নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ে। স্কুলে আসা-যাবার পথে বখাটেরা প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো।
আহত ছাত্রী মিলি জানায়, রবিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়ে দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে রিক্সাযোগে তাজের মোড়ে এসে রিক্সা ছেড়ে দিয়ে হেটে বাড়ি ফেরার সময় মিনার বিস্কুট ফ্যাক্টরির পাশে গলির মধ্যে আসলে অপরিচিত দুজন বোরখা পরিহিত ও একজন মুখোশধারী যুবক তার পথরোধ করে।
বোরখা পরিহিতরা আকস্মিক তার হাত ও মুখ চেপে ধরলে মুখোশধারী যুবক ধারালো ব্লেড ও চাকু দিয়ে উপর্যুপুরি আঘাত করে মারাত্মক জখম করে।
এ সময় মিলির চিৎকারে বখাটেরা পালিয়ে যায়। তাদের হামলায় মিলির হাত, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বাসস্ট্যান্ড এলাকার প্রত্যাশা ক্লিনিকে ভর্তি করে।
নওগাঁ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুখোশধারীদের গ্রেপ্তার করতে পুলিশের টিম মাঠে নেমেছে।
এ ব্যাপারে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।