কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে
এবং আমি তোমাকে অনূভব করি
আমার ভালবাসা,
আমি অনূভব করি আমার,
আমার প্রতিটি হ্রদয় কম্পনে।
এবং তোমার শুন্যতায়,
আমি তোমাকে বলতে চাই
আমি তোমাকে ভালবাসি স্রষ্টার পরে
তোমাকে অনুভব করি আমার সত্তায়।
বিরহ দীর্ঘ বিদায়ের মতো যন্ত্রনাদায়ক,
তোমার শুণ্যতায় আমার ,
বুকেও সে জ্বালা বয়ে বেড়ায়।
চোখ বন্ধ করলেই তোমাকে দেখতে পাই
কারণ দুরে থেকেও আমি তোমার চির কাছে।
এবং আমি দেখতে পাই তোমাকে
আমার বাহু বন্ধনে আশার আলো রুপে,
যে আলোর আমার চোখে ,
নিয়ত বর্ষা ঝড়ায় ।
আমি তোমাকে অনুভব করি,
আমার প্রিয়তমা,
প্রতিদিন আমি মারা যাই তাই একবার
তোমাকে দেখতে চাই আমার বাহু ডোরে,
যদি কোন দিন চোখ না খুলে তাকাই.
আমি তোমাকে বিরহে অশ্রু ঝরায়,
বিরহ! দীর্ঘ বিদায়ের মতোই যন্ত্রণা দেয়,
আমি তোমাকে চাই,
স্রষ্টাকে পাবার মতো।
তোমাকে আমার বড় প্রয়োজন,
আমাকে তোমার করার জন্য।
আজ আমি অনেক কাদতে চাই,
কারণ আমি তোমার হয়ে,
কান্না চিরতরে ভুলে যেতে চাই।
শুধু তোমাকেই চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।