আমাদের কথা খুঁজে নিন

   

সেদিন পথের ধারে আমি তোমাকে দেখেছিলাম, তোমাকে ডেকে ছিলাম, তুমি শুনোনি.... অহন কই যাইবা।

দেশ গড়ার প্রত্যায় নিয়ে এগিয়ে আসুন আমার খুব ছোট বেলার একটা বন্ধু আছে। সবসময় খোঁটাখুঁটি করে ওর সাথে মজা করি।ও মাদারী পুরের ছেলে। আমি নোয়াখালির। ভাষাগত দিক থেকে আমাদের অবস্থা নাকি ঠিক উপরের বাক্যটির মত। মানলাম প্রিয়ার মন পেতে নোয়াখালির প্রেমিক নতুন করে শুদ্ধ ভাষা শিখতে গিয়ে লেজ-গোবরে করে ফেলেছে; এবং বলতে পারি, ওর প্রিয়াটি যদি কখনো ওকে ওর মুচকি হাসিটি উপহার নি দিয়েও থাকে; এদিন হাসতে হাসেত ওর পেটের চামড়া ব্যথা হয়ে গিয়েছে নিশ্চই .... এ হঠাত বেশুরো ব্যাপারটি নিসন্দেহে মজার.... কিন্তু.. সাম্প্রতিক ঝড়তোলা অর্থভরা বস্তা ক্যলেন্কারির মন্ত্রণালয়ের সকলের কলন্ক খুজে পেলেন তদন্ত কমিটি, অথচ ইদানিং ইতি হওয়া মন্ত্রক নাকি একেবারে দুধে ধোয়া তুলশি পাতা। এটাও কি মজার? নাকি জাতির সাথ তামশা করা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.