আমাদের কথা খুঁজে নিন

   

কোথায় হারালো সেই দিনগুলো



এক এক করে বদলে যাচ্ছে সকল আমেজ। এখন আর আগের মত প্রতিবেশীর প্রতি সেই মমত্ববোধ চোখে পড়েনা । নেই আন্তরিকতার লেশ মাত্র। আমার মনে পড়ে বেশ কিছু বছর আগেও প্রতিদিন কারো না বাসা কারো বাসা থেকে ইফতার আসতোই আমরা ও উদগ্রীব হয়ে থাকতাম কবে আমরা অন্যদের বাসায় দিব ।তদরুপ শবইবরাত সহ পিঠার মৌসুমগুলোতে পিঠা এমন আরো কত কি । গ্রামের বাড়ি থেকে একটি তিল পরিমান জিনিস আসলেও একটু একটু করে চলে যেত সবার বাসায় । এমন কি বিশেষ কোন খাবার রান্না হলে তা ও পৌছে যেত । কোথায় হারালো সেই দিনগুলো..........

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।