আল বিদা
ধরা যাক তার নাম 'ফারজানা'। হালিশহরের গরীবে নেওয়াজ স্কুলে সে আমাদের সাথে পড়ত। কোন মেয়েকে আমরা চঞ্চল বলি, কাউকে শান্ত বলি। ফারজানাকে এমন কোন বিশেষন দেয়ার সুযোগ হয় না। কারন সে শান্ত ছিল না, ছিল অফ।
৯০ দশকের শেষার্ধে যখন আমরা SSC পরীক্ষা দেই সেসময়েও ছেলেমেয়ের সহজ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হত না। তাই ফারজানা সম্পর্কে খুব বেশী জানি না। তবে পরিচিত কেউ তাকে কখনও প্রান খুলে হাসতে দেখেছে এমন বলতে পারে না।
এতটুকু কেউ পড়ে থাকলে ভাববেন না তার জন্য আমার মনে কোন প্রেম ছিল। প্রেম ছিল না।
কারন তাকে চেনার আগেই শুনলাম আমার বন্ধু তার জন্যই স্কুলের গেটে বসে থাকে। আমি ওকে আগে দেখলে অবশ্য এই ইতিহাস আমার বন্ধুকেই লিখতে হত। অপশন সামনে আসার আগেই অপশনকে কবর দিয়ে বন্ধুকে উৎসাহ ও পরামর্শ দিয়ে বিমলানন্দ উপভোগ করতাম।
আমাদের স্কুলের ব্যাচের ছেলেমেয়েদের মাঝে খুব একটা পরিচয় না থাকলেও প্রায় সবাইকেই চিনতাম। এতকাল পরেও অন্যরা কে কোথায় আছে তা কেউ না কেউ জানে।
কে কোথায় পড়ে, কোথায় থাকে, কোথায় কাজ করে কেউ না কেউ বলতে পারে। যে বিদেশে থাকে তার শহরের নাম না জানলেও দেশের নামটা অন্তত জানে।
কেউ শুধু জানে না ফারজানা কই। কেউই না। এমন কি ফারজানার কাছের বান্ধবীরাও জানে না।
HSC এর পর তার আর কোন খবর নাই। তখন অবশ্য অনেকেই অনেক দিকে ছড়িয়ে পড়েছে। কেউ মেডিকেল, কেউ বুয়েট, কেউ মেরিন আর যারা আমার মত এলেবেলে তারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়তে চলে যায়। ফারজানাও এক প্রাইভেট ইউনিতে ভর্তি হয়েছিল। কিন্তু তারপর তার আর কোনই খবর নাই।
তারা বাসা বদলিয়ে কোথায় গেছে তাও কেউ জানে না। সে যেন ভোজবাজির মত হাওয়ায় মিলায় গেল। কেউ এরপর তার কোন খবর পায় নাই। অন্তত আমরা শুনি নাই। আমার বন্ধুর ঐ প্রেম এখন (হয়ত) আর নাই।
তবুও মাঝে মাঝে তো জানতে ইচ্ছা করে ও কোথায় কেমন আছে। এমন না যে তাকে হন্যে হয়ে খুজে বেড়াই। তবুও তো জানতে ইচ্ছা করে ফারজানা কোথায়। হয়ত এই ছবির মত কখনও কোথাও দেখা হয়েছে। কিন্তু চেনা যায় নাই।
'যে ইচ্ছে করে হারিয়ে যায় তাকে কি খুজে পাওয়া যায় না খোজা যায়'। শুধু জানতে ইচ্ছে করে সে কেন হারায় গেল। এখনকার ঠিকানা নাইবা জানলাম।
(এই লেখাটুকু শুধুই ভূমিকা। মূল যা বলতে চাচ্ছি তা পরের পোস্টে বলব ইনশাল্লাহ।
)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।