আমাদের কথা খুঁজে নিন

   

আমার পিসিতে থাকা কিছু ছোট ছোট পোর্টেবল সফটওয়্যার শেয়ার করলাম

CONNECTION FAILED

হ্যাল্লো ব্লগার্স এন্ড পোস্ট রিডার্স , কেমন আছেন সবাই ? দীর্ঘ বিজ্ঞাপন বিরতির পর আবার আসলাম আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করতে ! হ্যা আজ আপনাদের সাথে শেয়ার করব বেশ কিছু পোর্টেবল সফটওয়্যার ! আমি ব্যক্তিগত ভাবে পোর্টেবল সফটওয়্যার এর খুবই ভক্ত । কারন এটা খুব সহজ ব্যবহার বান্ধব । ইনস্টল করার ঝামেলা নাই সিড্রাইভ বাদে অন্য যেকোন ড্রাইভে রাখা যায় ফলে সি ড্রাইভের ওপর চাপ কম পরে এবং পিসিও ও কম স্লো হয় এবং এটা সহজেই পেনড্রাইভে তথা পকেটে নিয়ে ঘুরে বেড়ানো যায় ! যদিও কিছু কিছু সফটওয়্যার ঝামেলা করে তবু একটু ট্রিকস খাটালেই ঝামেলা থেকে মুক্ত থাকা যায় ! তো যাই হোক অনেক বক বক হলো ( ভিন্ন স্টাইলে বলার টেরাই মারসি ) । আসুন মূল পর্বে যাওয়া যাক ! প্রথমেই বলে রাখি সব সফটওয়্যার rar অথবা zip ফাইলে দেয়া , কাজেই আপনার পিসিতে rar সফটওয়্যার ইনস্টল করা আছে নাকি চেক করে নিন যাদের আছে তাদের তো থাকলোই , আর যাদের নেই তারা এখান থেকে 7zip এটা ডাউনলোড করে ইনস্টল করে নিন । যারা winrar ব্যবহার করেন তাদেরকেও বলবো পারলে এটা ব্যবহার করার জন্য ।

কারণ উইনরার এর চেয়ে এটা অনেক বেশি স্পিডি । আমাদের সবারই চিন্তা থাকে কিভাবে আমার পিসি পরিস্কার থাকবে ? পিসি এর ময়লা কিভাবে দূর করা যাবে ? তাই প্রথমেই কিছু cleaning সফটওয়্যার>>> ১. পিসি পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য ccleaner খুব জনপ্রিয় একটি সফটওয়্যার । যে কোন cleaning সফটওয়্যার এর চেয়ে এটা অনেক বেশি ভালো । এটার পোর্টেবল ভার্সন এখান থেকে >> ডাউনলোড করুন ২. TempFileCleaner . এটাও একটি cleaning সফটওয়্যার তবে ccleaner এর মতো এতটা জনপ্রিয় নয় । কিন্তু পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ccleaner এর চেয়ে কোন অংশে কম যায় না ।

এটার পোর্টেবল ভার্সন এখান থেকে >> ডাউনলোড করুন ৩. wise disk cleaner বা সংক্ষেপে wdc বেশ ভালো আর একটি cleaning সফটওয়্যার এটার পোর্টেবল ভার্সন এখান থেকে >> ডাউনলোড লিঙ্ক ৪. wise regestry cleaner বা সংক্ষেপে wrc আপনার পিসি এর রেজিস্ট্রি cleaning করার জন্য অনন্য এক সফটওয়্যার । ব্যবহারে মজা পাবেন । এটার পোর্টেবল ভার্সন এখান থেকে >> ডাউনলোড লিঙ্ক এবার আমরা যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করি তাদের জন্য । আমাদের ব্যবহৃত ফন্টের অক্ষর গুলো খুব ঝাপসা দেখায় । ঠিক এরকম >> কিন্তু যদি gdi এই সফটওয়্যার ব্যবহার করি তাহলে দেখি কেমন দেখায় ? >>> কতটা জীবন্ত লাগছে ! এখুনি উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করে ফেলুন ।

তারপর ফাইলটা খুলে জাস্ট রান করুন এবং ম্যাজিক দেখুন । এটা ইন্সটলেশন ছাড়াই ! ফটো বা ছবি রিসাইজের জন্য খুব ভালো একটা পোর্টেবল সফটওয়্যার হলো FSResizer28 । এটা ব্যবহার করে আমি মহা শান্তি পাই । আপনিও ব্যবহার করে দেখুন >> ডাউনলোড লিঙ্ক ভিডিও কনভার্ট করার জন্য দুর্দান্ত একটা পোর্টেবল সফটওয়্যার হচ্ছে Video_Converter_Portable । ডাউনলোড করুন এখান থেকে >>লিঙ্ক স্ক্রিনশট নেবার খুবই চমত্কার একটা পোর্টেবল সফটওয়্যার হচ্ছে winsnap ।

আমার খুবই পছন্দের ! আপনিও ব্যবহার করে দেখুন >> ডাউনলোড লিঙ্ক ফাইলটা খুলে শুধু রান করুন আর উপভোগ করুন । এই যে ভাই বেরাদাররা এখনতো ধুমায়া ডাউনলোড শুরু করবেন মনে হচ্ছে বলি তার আগে কি আপনার পিসিতে idm বা Internet_Download_Manager ইনস্টল করা আছে ? যদি না থাকে যদি না থাকে তাহলে মাত্র ৫ মেগার এই ফাইলটা সবার আগে ডাউনলোড করুন এরপর ফাইল খুলে টেক্সট ওপেন করে নির্দেশনা অনুযায়ী ইনস্টল করুন। ডাউনলোড লিঙ্ক এবার ডাউনলোড শুরু হোক আপনার আর উপভোগ করুন পোর্টেবল সফটওয়্যার এবং সি ড্রাইভের উপর চাপ কমান আজ এ পর্যন্ত পরবর্তিতে আরো কিছু পোর্টেবল সফটওয়্যার নিয়ে পোস্ট করার চেষ্টা করব। সবার জন্য শুভ কামনা বি:দ্র: যদি কোন লিঙ্ক কাজ না করে তাহলে অনুগ্রহ করে কমেন্টে বলবেন আমি ঠিক করে দিবো ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.