আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার প্রণয়নে বিষয়ভিত্তিক জাতীয় সংলাপের উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ (www.digitalbangladesh.gov.bd) ব্লগ এডিটর

ডিজিটাল বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার প্রণয়নে বিষয়ভিত্তিক জাতীয় সংলাপের উদ্বোধন হয় গত ১৮ই আগস্ট, ২০১০ (বুধবার) তারিখে। প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ ইউএনডপি'র অর্থায়নে পরিচালিত একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম ও পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ যৌথভাবে, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ বিষয়ভিত্তিক জাতীয় সংলাপের আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রূপকল্প-২০২১ বাস-বায়নের লক্ষ্যে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুরোধে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম গত ডিসেম্বর ২০০৯ থেকে খসড়া ‘‘ ডিজিটাল বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার” প্রণয়নের উদ্যোগ নেয়। এতে ডিজিটাল বাংলাদেশের রূপরেখা, উন্নয়নের অগ্রাধিকারসমূহ, প্রয়োজনীয় অবকাঠামো ইত্যাদি চিহ্নিত করা হচ্ছে। এটুআই ও বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এর যৌথ উদ্যোগে সমন্বয় এবং পরিকল্পনা বিভাগের তত্ত্বাবধানে সকল সংলাপ থেকে প্রাপ্ত পরামর্শ এবং সুপারিশের ভিত্তিতে খসড়া কৌশলপত্র চূড়ান্ত করা হবে যা ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় অন্তর্ভূক্ত করা হবে।

ইতোমধ্যে এটুআই গত ৬ জুলাই ২০১০ থেকে গ্লোবাল অনলাইন সংলাপ ফোরাম ‘বাইটস ফর অল’ এর সঙ্গে যৌথভাবে বিষয়ভিত্তিক (যেমন: কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ন্যায়বিচার ইত্যাদি) সাপ্তাহিক সংলাপ এর আয়োজন করে। বিভিন্ন স্তরের প্রবাসী বাংলাদেশী এবং দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ খসড়া কৌশলপত্র নিয়ে মূল্যবান মতামত প্রদান করেন। আগামী সেপ্টেম্বর ২০১০ পর্যন্ত- এই জাতীয় সংলাপের পর মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় এবং বিভাগীয় কমিশনারদের উদ্যোগে বিভাগীয় পর্যায়ে সংলাপের আয়োজন করা হবে। উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ও ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টেফান প্রিজনার। পরিকল্পনা বিভাগের সচিব মো. হাবিব উল্লাহ মজুমদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এছাড়াও অনুষ্ঠানে নীতি নির্ধারক, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ই-গভার্নেন্স ফোকাল পয়েন্ট, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সর্বস্তরের নাগরিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.