আমাদের কথা খুঁজে নিন

   

জেলা পরিচিতি। একনজরে মানিকগন্জ জেলা।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
নামকরনঃ মানিকগন্জ জেলার নাম করণ নিয়ে আজ পর্যন্ত কোন সঠিক তথ্য পাওয়া যায় নি। এ জেলার নামকরন নিয়ে প্রচলিত আছে অসঙ্খ কিংবদন্তী আর প্রবাদ। একটি কিংবদন্তী থেকে যানা যায় যে, মানিক শাহ নামের এক সূফি সাদকের নাম অনূসারে এ জেলার নামকরন করা হয়েছে মানিকগন্জ। আবার কেউ কেউ মনে করেন দূধর্ষ পাঠান সর্দার মানিক ঢালির নামে এ নাম করন করা হয়।

অন্য এক তথ্য থেকে জানা যায়, বাংলার শেষ নবাব সিরাজৌদ্দলার সেই বিশ্বাস ঘাতক মানিক চাঁদের নামানুসারে এ জেলার নাম করণ করা হয় 'মানিকগন্জ'। সীমারেখা ও আয়তনঃ এই জেলার উত্তরে টাংগাইল জেলা ও যমুনা নদি। দক্ষিনে ঢাকা জেলা ও পদ্মা নদি। পূর্বে ঢাকা জেলা। পশ্চিমে পাবনা ও রাজবাড়ি জেলা ও পদ্মা নদি।

আয়তনঃ ১৩৭৯ বর্গ কিলমিটার। থানাঃ ৭টি। ইউনিয়নঃ ৬৫ টি। মৌজাঃ ১০৩৬ টি। জনসংখ্যাঃ ১২১৬৭৬৩জন প্রায়।

নদনদিঃ পদ্মা, যমুনা, ধলেশ্বরী, কালিগঙ্গা, ইছামতি। ভুমী রুপঃ নিচু ও মাঝারি নিচু। উৎপাদিত ফসলঃ ধান, পাট, আখ, তামাক, শরীষা ইত্যাদি প্রধান। শিল্পঃ ঔষধ, সিরামিক, চামড়া, ও পাদুকা শিল্প বিশেষ ভাবে উল্লেখ যোগ্য। খনিজঃ উল্ল্যেখযোগ্য নয়।

গুরুত্বপূর্ণ ব্যাক্তিত্যঃ আজহারুল ইসলাম সিদ্দিকি, পীর সাহেব মানিকগন্জ। ডঃ দীনেশ চন্দ্র সেন, নাট্যকার মুনির চৌধুরি, উপমহাদেশের চলচিত্রের জনক 'হীরা লাল সেন', ভাষা সৈনিক শহীদ রফিক, মেরহুম ক্যাপ্টেন আব্দুল হালীম সাহেব প্রমুখ। শিক্ষার হারঃ ৫৯% কোডঃ ০৬৫১ পোঃ কোডঃ- ১৮০০। সড়ক ও রেল পথের দুরত্বঃ রাজধানীহতে জেলা সদর ৬৫ কিলমিটার, রেল পথ নেই।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.