শাফিক আফতাব------ বিরানীর ঢাকনা খুলতেই যেমন সুঘ্রাণ নাকে নাগে ক্ষুধাতুর উদর ভক্ষণের লাগি যেমন হয় তীর্থের কাক বহুদিন পর তুমি কাছে এলে ফ্রিজে জমাট অনুরাগে তোমাকে পাবার তীব্রতায় জোনাকী জ্বলে লাখ লাখ। তুমি এলে রক্তে, হরমোনে শিরায় শিরায় কত মহাসমারোহ তোমাকে অভ্যর্থনার জন্য সবাই হয় চৌকস পদাতিক তোমার দেহ থেকে বিচ্ছূরিত আভায় দুর হয় দুরারোগ্য মেহ অবিরল বসন্ত নামে আর অনবরত গেয়ে যায় পিক। তুমি এলে আমার কলিজা ফুটে থাকে যেন ফুলের পাঁপড়ি তোমার ঘ্রাণে স্পর্শে লজ্জাবতীর মতোন যায় নুয়ে মনে হয় বহুদিন পর সে এলো মামার বাড়ি কিংবা এইমাত্র সে এসেছে বিদেশ আর বিভুইয়ে। মূলত তুমি আমার প্রথম অতিথি আর যেন ষোলকলা তুমি এলেই অস্থির উম্মাদ হয় আমার নির্জন নিরালা। নিসর্গ : ঢাকা ১৬.০৫.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।