আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: অচিন মন

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

বল মন, আদিম কোন ইচ্ছেগুলো তুমি করে যাও গোপন? সুউচ্চ পর্বতের মতো অহংকারের আড়ালে কি নতজানু অন্য আরেকজন? মেরুতে ভেসে থাকা বরফচাঁইয়ের মতো কতটা প্লবমান কতটা নিমজ্জিত কতটুকু নিখাদ আর কতটুকু ছদ্ম আবরণ? বল অচিন মন, অন্ধকারের আয়নায় তুমি সরাসরি নিজেকে দেখছ কেমন? কী লালসার চর্বিতে সিক্ত তোমার পাঁজর? কোন কামনায় ঘুণ জর্জরিত হৃদয় ঘরের পালা? কোন স্পর্শ কার নিষিদ্ধ হাত, চোখ, চুল, পায়ের পাতা, মানবিক বঙ্কিম রেখা, কোন আদিম অঙ্গ - তুমি সততা উপেক্ষা করে ভেবেছ আপন? কোন আদিরসে মাতাল তুমি বহুরূপী সোমরসের উষ্ণ প্রস্রবণ? বল মন, তুমি আসলে কেমন? সুস্মিত সুসভ্য আবরণ মুহুর্তে ছিটে গেলে কোন সুলভ পসরায় নিজেকে তুমি কর বিপনন? কতটা অশ্রু বিশুদ্ধ আর কতটা চোখ লোভাহত নিতান্ত দুর্বল লবন? বল মন, কলিজার কক্ষপথে কোন লোভের গ্রহ নিত্য ঘোরে নিজের অক্ষে? কোন অতীত পাপ তোমার প্রার্থনা করায়, কোন বিশ্বাসে ভুলে যাও অপরাধ,কোন ভরসায় তুমি বেঁচে থাকো মোহে? বুকের অন্তরালে কোন আত্মমগ্ন সুখ প্রত্যহ তোমায় করে যায় স্মরণ? বল মন, বল অচিন মন, বল কতটা মুখোসে তুমি ওঁত পেতে থাকো কোন নাটকের অভিনয়ে তুমি দক্ষ কুশীলব, কোন চরিত্র শুধু নিজের হীনতাকে বাঁচিয়ে রাখার জন্য? কোন উপদেশ সমূহ নিজে অবিশ্বাসে বলে যাও তাদেরকে, যারা অধীনস্ত অথবা বন্ধুর মতন? কতটুকু শঠতা, কতটা মিথ্যে, কতটা ধুর্ততা সরল মাটিকে করে যায় দূষণ? বল মন, কোন পরশ্রীকাতরতায়, হিংসায়, বিত্ত লোভ বা পারলৌকিক লিপ্সায় অন্ধত্বের দ্রবণে নিজেকে ঘটাও অভিস্রবণ? বল মন, বল রহস্যচারী মন, তোমার ভিতরের কোন অচিন মানুষ তোমায় করে নিয়ন্ত্রণ? (ড্রাফট ১.১)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.