মামুন বিশ্বাস
আজ বুধবার মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় গুলশানের কালাচাঁদপুরের সাদিকুর রহমান (৬০) ও রুমানা নার্গিস (৫০) নামের দম্পতিকে খুন করেছে মেয়ের প্রাক্তন প্রেমিক। মেয়েটি কলেজে পড়ে। তার সাথে স্থানীয় এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। ছেলে মাদকাসক্ত হওয়ায় মেয়ে ছেলের সাথে সম্পর্ক রাখতে চায় নি। মা-বাবাও চায় নি মেয়ের সাথে বিয়ে হোক।
কিন্তু মাদকাসক্ত ছেলেটি কয়েকদিন যাবৎ বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল বাসায়। আজ সকালে মাদকাসক্ত ছেলেটি বিয়ের প্রস্তাব দিতে কয়েকজন যুবককে নিয়ে মেয়ের বাসায় যায় । মা- বাবা বিয়ে দিবেন না বলে জানিয়ে দিলে তাদের দিকে গুলি ছোঁড়ে পালিয়ে যায় তারা। ইউনাইটেড হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হলে সাদিকুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত ডাক্তাররা। রুমানা নার্গিস মারা যান দুপুর ১২ টা ২৩ মিনিটে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।