আমাদের কথা খুঁজে নিন

   

অর্ধেক বিয়ে

আমার বন্ধুর জন্য চিরদিন ত্যাগ স্বীকার করতে চাই।

অবশেষে তাকে বিয়ে করে ফেল্লাম, সবাই যাকে বলে অর্ধেক বিয়ে্ অর্ধেক বলার কারনটা হচ্ছে, শুধু রেজিষ্ট্রেশন করেছি। তারিখটা হল বাংলা১লা শ্রাবণ আর ইংরেজির ১৬ জুলাই। সকল জল্পনা কল্পনার অবশান হল। তার সাথে আমার শুভক্ষনে শুভ পরিনয় হল।

আর কিছুই ভাল লাগে না। শুরু হল শুধু প্রতীক্ষার প্রহর গোনা। ঠিক করলাম তার সাথে দেখা করব। কিন্তু কিভাবে? অর্ধেক বিয়েতে নাকি দেখা করা শরীয়তে জায়েজ নেই। তাহলে উপায়? তার সাথে পরামর্শ করে উপায় ঠিক করলাম, ঘাটিনার শালবনে মিলিত হলাম।

শুধুই কথা আর কথা কথা যেন শেষ হতে চায় না। সেদিন ছিল ৩০ শে শ্রাবণ বাংলা আর ইঙরেজিতে ১৪ আগষ্ট। দিনটা অনেক ভাল কাটল। কিন্তু বিদায় বেলায় মনে হল আমার দেহের অর্ধেকটা রেখে চলে আসছি। কেন এমন হল জানি না।

এটা কি ভালবাসা নাকি অর্ধেক বিবাহের ফল জানিনা-------------। ও আমাকে বলছিল স্বামী আর স্ত্রীকে নাকি একই স্বত্ত্বা থেকে তৈরি করা দুটি দুটি আলাদা কায়া। পরে বুঝলাম তাই হয়তোবা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.