আমাদের কথা খুঁজে নিন

   

আসলে তো অর্ধেক!

প্রাইজমানি ২৬ লাখ ডলার। সঙ্গে বোনাস আরও ১০ লাখ। সব মিলিয়ে অঙ্কটা বেশ লোভনীয়ই তো। কিন্তু হায়, এ অর্থের অর্ধেকই যে চলে যাবে আয়কর দিয়ে! তাহলে থাকল কী? মহীনের ঘোড়াগুলোর সেই গানের মতো, ষোল আনা থেকে যদি আট আনা যায়, হিসাবটা দাঁড়ায় এসে সেই আট আনায়।
একটু খেদ তো থাকতেই পারে রাফায়েল নাদালের মনে।

সে কারণেই হয়তো ইউএস ওপেন জেতার পরও আফসোস স্প্যানিশ তারকার, ‘দিন শেষে এটা অনেকটা সত্যি। কিন্তু এটাই আসল প্রাইজমানি না। এর মধ্য থেকে আপনাকে আয়কর দিতে হবে। আমার মনে হয়, স্পেনে কর ৫৬ শতাংশ। ’ ইউএস ওপেন জিতে ক্যারিয়ার প্রাইজমানিকে ছয় কোটি ডলারের ওপরে নিয়ে যাওয়া নাদালের আফসোসের আরেকটা কারণ আছে।

প্রাইজমানিটা পেয়েছেন ডলারে। কিন্তু স্পেনে যখন সেটি ইউরোতে বদলে যাবে, তখন গচ্ছা দিতে হবে আরও কিছু অর্থ।
নাদালের মতো এই ডলার-ইউরো রূপান্তরের ঝামেলা নেই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসের। এবার ইউএস ওপেন জিতে তিনিও পেয়েছেন ৩৬ লাখ ডলার। কিন্তু এর ‘আট আনা’ই আয়কর বিভাগ নিয়ে যাবে জানেন বলে রসিকতা করে বলেছিলেন, ‘অর্ধেক টাকা তো দিয়ে দিচ্ছি আঙ্কেল স্যামকে।

’ তবে প্রথম নারী টেনিস খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে পাঁচ কোটি ডলারের বেশি প্রাইজমানি জেতা সেরেনার দাবি, টাকাপয়সাকে তিনি তুচ্ছ জ্ঞান করেন। ‘আমি কখনো চেক নিই না। আমি টাকার জন্য টেনিস খেলি না। আমি গ্র্যান্ড স্লাম ভালোবাসি। ’
তাহলে তাঁর হয়ে প্রাইজমানির চেকগুলো কে নেন? সেটিও জানিয়েছেন সেরেনা, ‘আমার মনে হয় আমার বাবা, টাকার জন্যই তিনি আমাকে টেনিসে নিয়ে এসেছেন।

কিন্তু আমি সহজ-সরল মানুষ, এসব নিয়ে কখনো ভাবিনি। ’ এএফপি। ।

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.