আমাদের কথা খুঁজে নিন

   

পরিত্যক্ত পংক্তি-মালা



পরিত্যক্ত পংক্তি-মালা আমি সামান্য জন কেন অকারণ এদিকে তাকালে? শিরেনিামহীন কিছু কবিতার হতে পারো তুমি শিরোনাম। কথোপকথনে গুরত্বহীন কথার স্ফূরণে ফুরোলো সময় তবু আমি করিনি প্রকাশ সামান্য ইঙ্গিত, কিছু বলি নাই, বলোনি তুমিও আকাশ সামান্য প্রণত হয়েছিলো তোমার সমীপে! কিছুটা নিকটে ছিলো কি তোমার? ঝরেছিলো ফুল ব্যাকুল বাতাসে তোমাকে খানিকটা বিধ্বস্ত মনে হলে রিক্সা অভ্যন্তরে যাচ্ছিলে অন্যপাড়ায় প্রতিটি তুচ্ছতা, নিরবয়যব স্মৃতি, বিবৃতি গুরত্বপূর্ণ বলে মনে হয়, আমাকে ভাবায়। তোমাক দেখছি কখন কোথায় গ্রীলে, রাস্তায়, ছাদে, রিক্সাযোগে মাঝে-মাঝে চলেছো কে জানে কোথায়। কার দ্বারা প্রভাবিত কে যে! কার সাথে দেখি আমি কাকে!? দৃশ্যময়ী, সর্বদাই দৃশ্যকেন্দ্রে তোমার অবস্থান, দ্রষ্টব্য তুমি শুধুই। প্রলুব্ধ জীবনের দিকে আমি তোমাকেই ডাকি একা-একা থাকি... সমস্ত নারী শরীরের প্রতিভু তুমি, সবচেয়ে বেশি শারীরিক, সাফল্যমন্ডিত, সু-সংহত তবু তোমাকেই নিজের ছায়া বলে মনে হয় সে-শরীর ধারণ করেছো তুমি তা আমার । দোদূল্যমান দ্বিধার উপস্থিতি দু-জনের মাঝখানে। পূর্ণিমা ও অমাবস্যায় কোন পার্থক্য থাকে না, থাকে না ব্যতিক্রম। ছড়িয়েছো উড়িবার সাধ বিভিন্ন আকাশে জ্যোতিষ্ক সন্ধান ... তোমার প্রতি আমি অধিক নিশ্চিত কিন্তু সিদ্ধান্তহীন। মৌনতার অপর নাম প্রেম- এমন প্রবোধ নিজেকে শোনাই। হ্যারিকেন ঘিরে ওঠে ঝড়, নিভু-নিভু ভাব আমার প্রভাব কী-করে তুমি করবে অস্বীকার ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.