ডুবোজ্বর
২০০৪০৭-২
কেউ পাথরে বসে জলে পা ডুবিয়ে
উচ্চকিত তারের রেখায় কাঁপে আকাশকুসুম
ঘুম তার ভেঙে যায়
জল আর পাথরের সহবাস ঘ্রাণ হয়
বর্ণাঢ্য অহমের পশমে ঢাকা শীত
কুয়াশা আর গাঢ়নীল হয় না কখনো
পরিত্যক্ত পত্রে জমা পড়ে একফোঁটা কাম
কারো নামের খেদ ধরে উড়ে বিদেহি উড়না
প্রকাশিত সুরের স্বরগ্রাম সন্ধ্যার করতলে
যে কাঁপে পাথরে পা ডুবিয়ে
জল তার কাছে হাওয়া
হাওয়ায় ভর করে ঝড় আসে
যে কাঁপে সে আসে বৈশাখে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।