অস্ট্রেলিয়াভিত্তিক বহুজাতিক কোম্পানি স্যান্টোস সাগর-প্রান্তিকের ১৬ নম্বর ব্লকের ৪ নম্বর কূপে পানির চাপ বেড়ে যাওয়ার কারণে খননকাজ পরিত্যক্ত ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার সকালে এ কূপ পরিত্যক্ত ঘোষণার পর স্যান্টোস তা পেট্রোবাংলাকে জানিয়ে দিয়েছে। এ কূপের তিন হাজার ৪০০ মিটার খনন করা হয়েছে। আর মাত্র ২০০ মিটার খননের পর সেখানে গ্যাস আছে কি না, তা জানার কথা ছিল বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
গত ২৪ অক্টোবর থেকে দক্ষিণ সাঙ্গুতে রিগ বসিয়ে ৪ নম্বর কূপখনন শুরু করে স্যান্টোস।
মাত্র ১৬ দিনের মাথায় খননকাজ পরিত্যক্ত করা হলো।
স্যান্টোসের কর্মকর্তারা জানান, কূপে পানির চাপ বেড়ে যাওয়ায় খননকাজ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। স্যান্টোসের ভাইস প্রেসিডেন্ট (গভর্নমেন্ট ও পাবলিক অ্যাফেয়ার্স) এ বি এ সিরাজউদ্দৌলা জানান, কূপে পানির চাপ বেড়েছে। এ অবস্থায় আরও খননকাজ করলে বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। তাই কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
বিষয়টি পেট্রোবাংলাকে জানানো হয়েছে। কূপে পানির চাপ বৃদ্ধি অস্বাভাবিক বলে জানান তিনি।
সিরাজউদ্দৌলা বলেন, স্যান্টোস এখন রিগ তুলে নিয়ে ১১ নম্বর কূপ খননের উদ্যোগ নেব। এ জন্য আরও চার-পাঁচ দিন লাগবে।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) মোল্লা মো. মবিরুল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি।
তবে একটি কূপ পরিত্যক্ত ঘোষণা করা মানেই সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। এ বছর আরও দুটি কূপ খনন করার কথা রয়েছে। আমরা জেনেছি, এগুলো খুবই সম্ভাবনাময়। তা ছাড়া গ্যাস না পেলে একটি বহুজাতিক কোম্পানি এত টাকা সাগরে খরচ করবে কেন। ’ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।