কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড পরিত্যক্ত সব শব্দ তুলে নিলাম ওভারকোটের পকেটে বিবেকটাকে সারাটা দিন ছুটি দিয়েছি আজ নষ্ট হাওয়া বইছে এসময় নিমের পাতাও পচাঁগলা শবের ভূতুম, যেন কিছু কাম; পুরোটা ক্রোধ আর তা'কে রাখা কানুনের মধ্যকার এক অসমাপ্ত বাহাস। অনেক শব্দ লজ্জায় অদৃশ্য, কেউ কেউ বা বেহুস লজ্জাবতী পাতা তোমাকে দেখাবো কোনোদিন, দেখো তৃষা কতটা প্রবল বলে তার পত্রপল্লব এতটা সংবেদনশীল! মেরুভাল্লুকে কোটের একটা বোতাম চিবুচ্ছে কিছুটা তফাতে আমার উষ্ণতায় বয়ে গেলো বাতাস জমাট, আলাপে মাতানো শ্বাপদকলম বটফল খাবে; ক্রোধের দোয়াতে ছলকানো কষ! কোথায় পাবো সে গ্রীষ্মমন্ডলের ছোটফল! তোমাকে আঙুর দিই খানিক!! সবুজ সবুজ অবুঝ হয়ো না, আমি সবঋতু একাকার করার আশায় এই শীতে শরীর প্রক্ষালণ করেছি দেখো; নবমীর চাঁদ স্পষ্ট অতুল বেড়ে উঠা শাকপাতা, যা কষ্ট করে আমার ভগিনী খায় সেখানেই কাম রেখে আমি দৌড়ুই নিশ্চিত পূবে প্রথাগত সূর্য্য উঠা পুনরায় দেখবো বলে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।