এইটা আমার ব্লগ। জিডিপি বা ন্যাশনাল রিজারভের পরিমাণ নয় দুর্যোগে নাগরিক এর জানমাল রক্ষায় রাষ্ট্রের ক্ষমতা একটা জাতির অর্থনৈতিক উন্নতি এবং মানবিক প্রগতির সব চেয়ে বড় ইন্ডিকেটার।
সাভার এর রানা প্লাজা থেকে মহাসেন সব সময়েই প্রকৃতি এবং দুর্যোগের হাতে আমাদের অসহায়ত্ব প্রকাশ করে, আমরা তৃতীয় বিশ্বের দরিদ্রতম একটা দেশের নাগরিক। এই দেশে রাষ্ট্রের কাছে,একটা ধবসে পরা ভবনের ভেতরে থারমাল ইমেজিং টেকনলজির মাধ্যমে কয় জন মানুষ বেচে আছে তা যাচাই করার জন্যে মেকানিজম নাই। সারা দেশের সব রিসোর্স যোগ করেও, আমরা একটা বিল্ডিং এ চাপা পরা মানুষদের কে ১০/১২ দিনে উদ্ধার করতে পারিনা।
তাদের মরে যাওয়ার জন্যে অপেক্ষা করতে হয়।
মহাসেন এ দেখলাম। ঘূর্ণিঝড় এর ক্রম পরিবর্তিত গতিপথ,লাইভ টিভিতে দেখিয়ে সবাইকে সতর্ক করার জন্যে ,আবহওয়া অধিদপ্তরের কাছে কোন টেকনোলজি নাই। একজন লোক বসে বসে জ্ঞান দান করে আর সবাই প্রশ্ন করে জেনে নেয় তার কাছ থেকে, যা দেখার জিনিষ বলার জিনিষ না।
আমাদের যে সব সাইক্লোন সেন্টার আছে তাতে উপকূল এর ৯০% মানুষের জায়গা হবেনা।
আমাদের এক থেকে দশ নাম্বার বিপদ সিগনাল এ কি বোঝায়, দুর্যোগ মন্ত্রী নিজেই জানেনা। আইলাতে যে বাঁধ ভাংছে, আজ চার বছরে তা এখনও ঠিক করা হয়নি। উপকুলের ঘরে ঘরে রেডিও নাই। দুর্যোগ মোকাবেলা মানুষ নিজের কমন সেনস এপ্লাই করে চলে। জেলেরা না জেনে, ঘূর্ণিঝড়ে চলে যায় প্রান হারায়।
পর্যাপ্ত হসপিটাল নাই,পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নাই, পর্যাপ্ত ত্রান নাই, পর্যাপ্ত ওষুধ নাই পর্যাপ্ত প্রস্তুতি নাই। বেশীর ভাগ অঞ্ছলের বাধে রয়েছে ভাংগা অংশ যা দিয়ে,উঁচু জলোচ্ছ্বাস হলে যা ভেঙ্গে বা ব্যাপক মানুষ ভেসে যাওয়া টা অবস্যমভাবি।
একটু সিরিয়াস কিছু হলেই, আমাদের গুনতে হয় মৃতের সংখ্যা কত- ২০ না ২০,০০০।
আজ তাই, যারা যারা গার্মেন্টস এর প্রতি বছর বৃদ্ধি পাওয়া প্রব্রদ্ধির হিসেব এর উপর ভিত্তি করে, কল্পনা করছেন বাংলাদেশ ২০৫০ সালে ইউরোপ এর দেশদের পার হয়ে যাবে, তারা একটা বোকার স্বর্গে বাস করছেন। আমরা তৃতীয় বিশ্বের দরিদ্রতম একটা দেশ ছিলাম, আছি এবং থাকার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি ।
এবং ঢাকা এবং দেশের কিছু প্রধান শহরের চাকচিক্য বাদ দিলে, আমাদের অর্থনৈতিক প্রগ্রেস অত্যন্ত নগণ্য এবং দুর্ঘটনার প্রেক্ষিতে মানবিক বিপর্যয়ে হাজার মানুষের মৃত্যু আমাদের কাছে খুবই প্রত্যাশিত একটা ব্যাপার ।
মহাসেন যে আমাদের অল্পের উপরে ছেড়ে দিছে, এইটা খোদার অশেষ দয়া , পরের বার আমরা এত লাকি নাও হতে পারি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।