---
আল্লাহ তাআলা বলেন: কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হব।
১. যে ব্যক্তি আমার নামে প্রতিশ্রুতি দিয়ে পরে তা ভেঙেছে।
২. যে লোক স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য খেয়েছে।
৩. যে ব্যক্তি শ্রমিক রেখে তার কাছ থেকে পুরো কাজ আদায় করেছে অথচ তাকে পুরোপুরি বেতন দেয় নি। আবু হুরায়রা (রা) থেকে।
মিশকাত:২৮৫৪, বুখারী ও মুসলিম।
শ্রমিককে তার ঘাম শুকিয়ে যাবার আগেই বেতন দিয়ে দাও- মিশকাত ২৮৫৭, ইবনে মাজাহ।
ব্যাখ্যা:
ইসলামে শ্রমিকদের বেতন সময় মত পরিশোধ করার ব্যাপারটি খবু-ই স্পর্শকাতর। মুসলমানদের এ ব্যাপারে সাবধান করে দেওয়াই হাদিসগুলোর লক্ষ্য। আমাদের দেশে মাসের পর মাস শ্রমিকের ঘাম ঝড়িয়ে বেতন আটকে রাখা, মুজুরী পুরোপুরি না দেয়া, সময়মত তা পরিশোধ করার ক্ষেত্রে টালবাহানা করা অফিস আদালতে সাধারণ ব্যাপার।
যারা শ্রমিকদের সাথে এমন আচরণ করবে তাদের বিরুদ্ধে আল্লাহ কিয়ামতের দিন নিজে বাদি হবেন। আর সেদিন আল্লাহ যার বিরুদ্ধে বাদী হবেন তার পক্ষে হিসেব দেয়া কঠিন হবে। রসূল স. বলেছেন, কিয়ামতের দিন যার কাছ থেকে হিসেব নেয়া হবে সে ভয়াবহ সঙ্কটাপন্ন হবে। তাই যে কোন বিশ্বাসীর এ ব্যাপারে অত্যন্ত সাবধান হওয়া উচিৎ। হাদিসগুলো শুধু শ্রমিকের ক্ষেত্রে না যে কোন পেশাজীবির ক্ষেত্রেই প্রযোজ্য
তথ্যসূত্র: http://www.islaminbox.tk
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।