আমাদের কথা খুঁজে নিন

   

অশান্ত হৃদয়



নীরব রাতে হঠাৎ মেঘের গুরু-গর্জন, আকাশ চিরে নামে এক ঝিলিক তীব্র আর ভয়ংকর আলোকিত বিষ; বুকটা ধ্বক করে ওঠে। জানালার ধারে বসে প্রত্যক্ষ করি একা। ঝরঝর করে বৃষ্টি নামে, মনে হয় যেন ভগ্ন হৃদয়ের কান্না। আবার গুরু-গর্জন, আবার নিষ্ঠুর ঝলকানি, আবার দমকা হাওয়া আর ঝরঝর বৃষ্টি; আমি কেঁপে উঠি, বৃষ্টির ঝাপটায় মুখ ভিজে যায়; কিন্তু ভিজে না আমার অশান্ত হৃদয়। বুভুক্ষের মত চেয়ে থাকে কি জানি কার আশায়! বৃষ্টিস্নাত শীতল হাওয়ায় দেহ-প্রাণ জুড়িয়ে যায়, কিন্তু মন হাহাকার করে। কার আশায়, কার ভাবনায় বারেবারে মন হারিয়ে যায়? বাতাসের শনশন শব্দ, আবার ফিরে পাই নিজেকে। আনমনে নিজেকে প্রশ্ন করি- আমি কি চাই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।