আমাদের কথা খুঁজে নিন

   

অশান্ত প্রলাপ

লিলিপুটরা বড়ো হবে। এই আশায় দলা পাকানো কাগজ খুলে আবার ব্যবচ্ছেদকরণে বিশ্বাসী আমি। যদিও কাগুজে বৃত্তান্ত যা বলে অতটা খারাপ আমি নই।

হঠাৎ ছোঁয়া আলতো পরশ, বাড়ছে কথা কমছে বয়স। চাও কি বাড়ুক আবেগ যতো? সাজাতে সেসব নিজের মতো? ইচ্ছে তবে জমিয়ে রাখো, পেলে অবসর আমায় ডাকো।

লিখব আবেগ, চোখের ভাষায়। মুছে দিয়ে জল ভোরের আশায়। পাখির ডাকে কবিতা জমুক, কোন এক কোণে আমার নামটা থাকুক। অপেক্ষা শেষ। সব অপেক্ষার শেষ মধুর হয় কে বলল।

অন্তত আমারটা না। কি বললাম? জানিনা। সব কিসু জানতে হয়না। বুঝতে হয়না। জোর করে তো নয়ই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।