আমাদের কথা খুঁজে নিন

   

অশান্ত তুমি

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

শান্ত নীলিমায় তুমি অশান্ত বলাকা, ভিঞ্চির তুলিতে আঁকা তুমিই মোনালিসা। নজরুলের কবিতায় তুমি কালজয়ী, রবি ঠাকুরের লেখনীতে তুমি সর্বময়ী। পিকাসোর স্বপ্ন-সাধে আঁকা তোমার ছবি, তোমার প্রেমে মজে সদা কৃষ্ণ, শিব সবই। স্বপ্নের মাঝে তুমি আলোক অনির্বাণ, সব সময় সফলতার গাও জয়গান। হৃদয়ের মাঝখানে তুমি মহারাণী, মৃত্তিকা মানবী তুমি, আমার স্বপ্নচারিণী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।