আমাদের কথা খুঁজে নিন

   

মারা কখোনো বদদোয়া দেননা তবে বিরক্ত হলে হয়তো সময় কিছুক্ষণ থমকে যায় !

لا إله إلا الله محمد رسول الله

আমি তখন ক্লাস টুতে পড়ি । খুব দুষ্টুমি করতাম । নমুনা শুনবেন ? থাক পরে বলব , এখন ছোট্ট একটা ঘটনা বলি.... সামনে দুর্গাপুজা, চারদিকে ঠুস-ঠাস ফটকা ফুটছে, বন্ধুরা মজা করে ফটকা ফুটাচ্ছে...তো আমার ও ইচ্ছা হলো ফটকা ফুটাবো, তারাবাতি জ্বালাবো...কিন্তু টাকাতো নাই ! তাই মায়ের কাছে হাত পাতলাম...মা আমার খুব ধার্মিক, কিছুতেই টাকা দিবেননা, উল্টা আমাকে বুঝাতে লাগলেন..বাবা এগুলা ঠিকনা, আল্লাহ গুনা দিবে আরো কত কি ! কিন্তু কে শুনে কার কথা ! আমিতো মহা হুলুস্হুল শুরু করে দিলাম । টাকা আমাকে দিতেই হবে । শুরু হলো কান্নাকাটি..মায়ের পিছনে পিছনে ঘুরছি আর প‌্যা প‌্যা করছি ।

তো কতক্ষন আর সহ্য করা যায় মা খুব বিরক্ত হলেন । আলমারি খুলে দশ টাকার একটা নোট বের করে ছুঁেড় আমাকে দিলেন আর বললেন, যা তোর একটা ফটকাও ফুটবেনা দেখিস ! আর আমিতো মহাখুশি ! দশ টাকার নোট হাতে পেয়ে এক দেৌড়ে বাজার থেকে এক প‌্যাকেট ফটকা আর এক প‌্যাকেট তারাবাতি কিনে আনলাম । এরপর দিয়াশলাই নিয়ে বাসার সামনে গেলাম । তারপর ইটের উপর ফটকা রেখে সুতায় আগুন লাগিয়ে দূরে সরে গেলাম । কিন্তু একি ! ফটকা থেকে ফ্যাস ফ্যাস করে শুধু ধুঁয়া বের হলো ! ফটকা ফুটলনা ! এভাবে কয়েকবার চেষ্টা করলাম কিন্তু একটা ফটকাও ফুটলনা ! ভাবলাম ফটকাগুলি বোধহয় নষ্ট তাই তারাবাতি নিয়ে বসলাম ।

তারাবাতির স্টিক অনেকক্ষন ধরে আগুনে ধরে রাখলাম কিন্তু জ্বলছেনা ! আগুনে পুড়ে কেমন কালো কালো হয়ে যাচ্ছে ! এখানেও কয়েকবার চেষ্টা করলাম কিন্তু লাভ হলোনা! এবার ভয় পেয়ে গেলাম, মায়ে কথা মনে পড়ল...'যা তোর একটা ফটকাও ফুটবেনা দেখিস '! আমি দৌড়ে মায়ের কাছে গেলাম, মাকে জড়িয়ে ধরলাম...তারপর শুরু হলো আবার কান্নাকাটি । বল্লাম, মা তুমি আমায় বদদোয়া দিয়েছ ! আমার একটা ফটকাও ফুটছেনা আর তারাবাতিও জ্বলছেনা ! ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলাম । মা তো এবার নিজেই অবাক ! বললেন , ধুর তোকে আমি বদদোয়া দিব কেন ! আমি কি তা পারব ! মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন বললেন, যা খেল গিয়ে ফটকা ফুটবে । আর সাবধানে ফুটাবি...... তারপরের ঘটনা ফটাস....সুতায় আগুন লাগিয়ে দিলাম ভ্যো দৌড় পিছনে ফটাস আওয়াজ হলো ! সত্যি বলছি, তারাবাতিগুলি ও সন্ধ্যায় আলো ছড়িয়েছিল ! মারা কখোনো বদদোয়া দেননা তবে বিরক্ত হলে হয়তো সময় কিছুক্ষণ থমকে যায় ! এরপর থেকে আমার মা আমার উপর আর রাগ করেননা, বিরক্ত হলেও চুপ করে থাকেন । হাহাহাহা...একবার ভাবুনতো আপনার মায়ের চেয়ে আপনাকে বেশী ভালবাসে এমন কি কেউ আছে ? কেউ না ....কেউনা.....ইস লিখতে লিখতে চোখে যেন কি পড়ল !


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.