আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন - ৬

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন, ''জলবায়ু বিপর্যয় রোধে উপকুলে গাছ লাগান"--------জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই শ্লোগান নিয়ে ভ্রমন বাংলাদেশের ব্যানারে টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত সাগর সৈকত ধরে ১২০ কিলোমোটার পথ হাটি আমরা তিন দিনে । তারই কিছু ফটো নিয়েই আমার ধারাবাহিক,,,,,,, "স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন" এমন পথে চলে আমাদের অবিরাম পথচলা........ ছোট্ট একটা খাল পার হতে জুতা খোলার চেয়ে সহযাত্রীর কাধে সওয়ার হওয়াটাই আমার কাছে সহজতর মনে হল ভাটার সময় একটা জেলে নৌকা সাগরে নামানোর জন্য কসরত করতে জেলেরা একটু রেষ্ট এবং লাঞ্চ জেলে কুড়েগুলো আর ঝাউবন মিলে সৈকতের সৌন্দর্য একটু বাড়িয়েই দিল বৈকি শ্বেত শুভ্র শামুক জেলেদের হাতে ধরা পড়া লবষ্টারটা ৩০০ টাকায় কিনে নিয়েছিলাম সান্ধ্য ভোজনের জন্য চিংড়ি পোনা ধরার জালগুলো ভাটার সময় শুকনোতে........ আবার জোয়ারের সময় পানিতে....... নীল দড়িয়ার মাঝি মাঝে মাঝে এমন সুন্দর ফুলগুলো সৈকতের সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছিল বহুগুন নিঃসঙ্গ আমরা যে বায়ু দূষণের বিরুদ্ধে জনসচেতনায় হাটছি তার বিপক্ষ শক্তি ( সাগরের কোল ঘেষে তৈরী হাইওয়ের নির্মান সামগ্রী বোঝাই ট্রাক ) চলবে................ স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন - ১ Click This Link স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন - ২ Click This Link স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন - ৩ Click This Link স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন - ৪ Click This Link স্বপ্নের সৈকতে একে যাই পদচিহ্ন - ৫ Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.