"আল ইজ ওয়েল...আল ইজ ওয়েল...আল ইজ ওয়েল..." আসুন সবাই বলতে থাকি...
পজেটিভ মাইন্ডনেস নিয়া বলি বর্তমানে আমাদের দেশের যে সব সমস্যা আছে, তা কাটিয়ে উঠে দেশ দ্রুত উন্নয়নশীল থেকে উন্নত দেশে পরিনত হোক। (মধ্যম আয়ের দেশ হলেও ভালো)
সমস্যা থাকলেই তার সমাধান আসে। তাই আমাদের দেশের বিদ্যুতের চাহিদা থেকে আমরা মনে করতে পারি আমাদের প্রিয় এই দেশ বাংলাদেশ দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে, অর্থাৎ এত দ্রুত শিল্প, কল-কারখানা হচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের উৎপাদন ব্যাহত হচ্ছে।
আমার প্রিয় একটি ছবি 3 idiots কতবার যে দেখেছি (এখনও মন খারাপ হলে দেখে থাকি) তার হিসেব নেই। একটি প্রচন্ড রকমের শিক্ষামূলক ফিল্ম। যাই হোক -উক্ত কথাটি সেখান থেকে নেয়া...
আর আজকের বিদ্যুতের অবস্থা দেখে গত কয়দিনের কষ্টের কথা মনে হচ্ছে না। সারাদিন অবিচ্ছিন্ন ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে.........সারা বছর এই রকম থাকুক বিদ্যুতের অবস্থা।
আর আসুন সবাই আল ইজ ওয়েল বলে মনে করি দেশের আর কোনো সমস্যা নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।