দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...
আর মাত্র ক'ঘন্টা, তারপর আবারো যাযাবর হবো।
প্রিয় মুখ, প্রিয় জন সব ছেড়ে অতলান্তিক পেরোনো আবারো দুঃসহ অভিযান!
গত চব্বিশ ঘন্টায় দুই পায়ের পাতার ওপর ঠায় ঘুরছি, দু'চখে দুনিয়ার ক্লান্তি অথচ যেতে হবে কত দূর...
বিদ্যুতহীন অসহ্য গরমে জ্যাম খাওয়া জীবন, নিঃশ্বাসে কলুষতা তবু
কি সন্ধানে ব্যাকুল অন্তর আবেগী নয়নে খুজবে প্রিয়তম ভূমি!
হুট করে তখন কেউ এক জন নির্লিপ্ত বলে বসবেন জানি,
"কি করতে এই দেশে ফেরত আইছেন মিয়া? এই মরার দেশ ছাইড়া দুই চোখ যে দিক যায় পারলে চইলা যাইতাম।
দেশের মানুষেরই থাকনের অবস্থা নাই, খামোখা আইছেন মিয়া গরীবের হক মারতে।
অমন নিরাপদ জীবন থুইয়া এই পোড়ার দেশে কি করতে আইছেন! যান যান ভালয় ভালয় কাইটা যান..."
জানি বলবে, বলেছিল আগে বহুবার!
তবু, এই বেহায়া অন্তর ওই ধুলো কাঁদায় মাখামাখি হতে প্রিয় মানুষ ছেড়ে ফিরে যায় বার বার ...
প্রিয় ভূমি, আর কিছুক্ষন বাদে তোমার তরে আবারো দেব উড়াল...
প্রিয় মুখ, প্রিয় জন সব ছেড়ে অতলান্তিক পেরুবার আবারো দুঃসাহস!
কিচ্ছু চাই না, কিচ্ছু না।
শুধু, দু'পায়ে ক্লান্তি জমে গেলে কখনো...
এক দন্ড একটু দাড়াবার, স্বস্থি দিও!
ছবি: বন্ধু রবি খান এর সোল বার্ড ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।