আমাদের কথা খুঁজে নিন

   

অন্তর অবলোকন

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি।

অতৃপ্তি মোর অন্তরের- হেয়ালি আল্পনা। স্মৃতি মোর বিস্তৃত- খেয়ালি কল্পনা। মনো জপে মধুবনে- রহি মহিয়শি। নিজ সপে নিরোজনে- হরি গরিয়শি।

সাগর সম সচকিত- মম বেদনা। প্রিয়তম বিচলিত- তব চেতনা। ভাবনার করিডরে ভুবনো- ভব অলকে। চন্দ্র পরিসরে চৌচির- রবো গোলকে। দুঃসহ যন্ত্রনা কাতর- মনো উতলা।

তব সান্তনা পাথর- সম যাতনা। ভুবনে পরি একেলা- সাথী হীনতা। মনো দরিয়ায় তরী বাহিলা- পাড়ি দৃঢ়তা। তনয়া ক্ষনে মনে পড়ে- তব শ্রীমুখী- মায়াবনে অকারনে তার-ই রবো চির সুখী। মঞ্জীরও বাজে আজি- খোলা বাতায়নে- সিদুর ও সাজে সাজি- চলা অভয়ানে।

দৃষ্টি মোর দূর আকাশে- নিশি জাগিয়া। অবসর ঘুর বাতাসে- মিশি খুঁজিয়া। পলাতক কোথা রহিছো- খুব আড়ালে। পাবেনা যেথা রহিছি- হাত বাড়ালে। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।