পারফরমেন্স খারাপ। তাই টাউন হলে রিভিউ মিটিংয়ে মুখ্যমন্ত্রীর কাছে কড়া ধমক খেলেন বহু গুরুত্বপূর্ণ মন্ত্রী। কাজ করতে না পারলে ছেড়ে দিন, আমি নিজেই দেখে নেব। শুনতে হলো এমন কড়া কথাও। সেইসঙ্গে আরো জোরালো হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় রদবদল ইস্যু।
শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে মুখ্যমন্ত্রীর প্রশ্ন ছিল, অনেক প্রস্তাব এলেও কাজ সেভাবে কেন হচ্ছে না? যদি না পারেন তাহলে ছেড়ে দিন মন্ত্রিত্ব। আমিই সবটা দেখে নেব।
ফিরহাদ হাকিমকেও শুনতে হয়েছে কড়া কথা।
কেএমডিএ-র বহু প্রকল্প আটকে। হিডকোর কাজ খুব ধীরগতিতে হচ্ছে। অর্থদফতর টাকা দিচ্ছে, তবু কাজ হচ্ছে না কেন? কাজ যদি না করতে পারো, তাহলে মন্ত্রিত্ব ছেড়ে দাও। ববিকে বলেন মুখ্যমন্ত্রী। সূত্র: ওয়েবসাইট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।