আমাদের কথা খুঁজে নিন

   

মুখ্যমন্ত্রীর পদ থেকে শীলার ইস্তফা

দিলি্ল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত। বিধানসভার নির্বাচনে পরাজয় স্বীকার করে পদত্যাগ করেছেন তিনি। আর এর মাধ্যমে ১৫ বছর পর কংগ্রেসের হাতছাড়া হল দিলি্ল।

এবারের বিধানসভার নির্বাচনে তৃতীয় স্থান পেয়েছে শাসকদল কংগ্রেস। নতুন দিলি্ল বিধানসভা কেন্দ্রে তার প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির চেয়ে প্রায় আট হাজার ভোটে পিছিয়ে রয়েছেন তিনবারের মুখ্যমন্ত্রী। এ ছাড়া এ কে ওয়ালিয়া, কিরণ ওয়ালিয়া, হারুন ইউসুফ, রাজকুমার চৌহানসহ দিলি্লর অন্যান্য মন্ত্রীরাও তাদের নিজেদের আসনে বেশ পিছিয়ে রয়েছে। দলের অবস্থাও শোচনীয়।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।