আমাদের কথা খুঁজে নিন

   

গতকাল রাত ১০টায়...



গতকাল রাত ১০টায় কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম, তারাবিহ পড়ে মুসলমান ভাইরা বেরিয়ে আসছেন। রোজার আমেজ প্রথম দিনেই ভালোভাবে ধরেছে। সবার মাঝে কেমন যেন শুদ্ধতার ভাব! হঠাৎ আড্ডার মাঝে হাজির ষাট উদ্র্ধ বৃদ্ধ মহিলা। ভিক্ষা...২/১ টাকা দিয়ে দায় সারার জন্য একজন উদগ্রীব। হঠাৎ বৃদ্ধার দিকে মনোযোগ গেলে মনটা খারাপ হয়ে গেল, এ বয়সে তো তার ঘরে থেকে পরের দিনের প্রথম রোজার প্রস্তুতি নেওয়ার কথা।

কথা বললাম তার সাথে। মেয়ের সাথে থাকেন, মেয়ের স্বামী মারা গেছে, ৩ সন্তান আছে মেয়ের, মেয়ে বাসায় বাসায় কাজ করে। এতক্ষণ দেশ জাতি উদ্ধার কছিলাম। কিন্তু এ বৃদ্ধাকে ২/১ টাকা দিলে ঠিক কতটা সময় পর তার একবেলা খাবারের পয়সা হবে। ১০ টাকা দিলাম।

বৃদ্ধার মুখে এখনই ঈদের চাঁদ দেখার প্রশান্তিময় আনন্দ। কষ্ট করে কাপড়ের কোণার গিট্টু খুলে টাকাটি রাখলেন। আমি একটু খুশি মনে প্রমোদ গুনতে যাচ্ছি কারণ আমি তাকে খানিকটা প্রশান্তি বা সময় বাচিয়ে দিলাম ! এরই মাঝে এধরণের সাহাযে্য দারিদ্রতা দূর হয় না, রাষ্ট্রেক এগুতে হবে... প্রভুত লেকচার জারিত হলো। হঠাৎ মনে হলো আজ দুপুরে স্রেফ ভালো লাগার কারনে প্রায় ২০০০ টাকা খরচ করে ভেসপাতে অতিরিক্ত হর্ণ এবং লাইট লাগালাম এবং এটি তাৎক্ষিণক। অথচ আমি এ বৃদ্ধাকে মাত্র ১০০ টাকাও দিইনি।

২০০০ টাকার অর্ধেক যদি আমি তাঁকে দিতে পারতাম। কিন্তু সত্য হচ্ছে জীবনে অনেক অতিরিক্ত খরচ করেছি, কিন্তু বাস্তব মানুষের জন্য যে আিম এত কথা বলি সে তা পারি নি। তাহলে আমার কি অধিকার আছে এ নিয়ে কথা বলার ? সরকার, বিপ্লব ইত্যাদির অপেক্ষায় আমি কেন অপেক্ষা করছি? বিপ্লব ? হু। দারুন হাস্যকর ঠেকে আজ আমার কাছে। সমাজের নানা অসংগতি, গণ মানুষের অধিকার, শ্রেণী বৈষম্য, দারিদ্র ইত্যকার সমস্যা নিয়ে বিপ্লবীদের অনেক বলতে চিন্তা করতে দেখেছি।

কিন্তু যখনই বিরোধী মতের কেউ বা সাধারণ জনগণ তাদের সামনে হাজির হয় তখনই তারা চেহারাখান এমন টাইট, আর অবজ্ঞাময় করে রাখেন যেন সাধারণ মানুষ ছগলের ৩ নম্বর বাচ্ছা আর তারা তাবৎ জ্ঞানের ডেকচি। এরা কোন ধরণের বিপ্লবী ? বিরোধী বা সাধারণ মানুষের জন্য যিনি লড়বেন তিনি কেন তাদের েদখলে এমন আচরণ করেন? তার তো মানুষ সত্তার জন্য দরদী হোয়া দরকার। মানুষ ভুল বুঝে তাকে চড়মারলেও দরদ ভরে বিপ্লবের বাণী পৌঁছে দেয়া দরকার। অন্তত বাংলাদেশে যেখানে গেলাম , কোন পন্থী বিপ্লবীদের এমন পাইিন। তাই হলফ করে বলি এরা কেউই বিপ্লব করতে পারবে না।

কিন্তু এভাবে নিজের সাথে আর কত প্রতারণা করবো ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।