আমাদের কথা খুঁজে নিন

   

গতকাল বৃষ্টিতে

"আকাশে নক্ষত্র দেখে নক্ষত্রের মতন না হয়ে পারিনি আমি / নদী তীরে বসে তার ঢেউয়ের কাঁপন, / বেজেছে আমার বুকে বেদনার মত / ঘাসের হরিৎ রসে ছেয়েছে হৃদয়"। _আহমদ ছফা

গতকাল বৃষ্টিতে সীতা তবু বনবাসে গেল যখন জমেছে জল শহরের সকল গলিতে। গতকাল বৃষ্টিতে খানিক ভিজেছি আর খানিক হেঁটেছি দোকানের ছায়ায় ছায়ায় বৃষ্টির ছোঁয়াচ বাঁচিয়ে .. দেখেছি জলের কণা খেলা করে আলোর আঘাতে তারা ভেসে চলে যায়। একটি মোটর কার নিয়ে তার ফেটে যাওয়া টিউব-টায়ার ঘর ঘর করে গড়াতে গড়াতে চলে যায় আমারই মতোন বুঝি সেও অসহায়। গতকাল বৃষ্টিতে যখন জমেছে জল শহরের অলিতে গলিতে সীতা তবু বনবাসে যায় হায় তুমি সীতা হলে কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।