আমাদের কথা খুঁজে নিন

   

জনসংখ্যা নিয়ন্ত্রণে হাইকোর্টের একটি ভাল রুল!

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।

কেউই মনে করছেন না যে অতিরিক্ত জনসংখ্যা দেশের জন্য ক্ষতিকর। কিন্তু মাননীয় হাইকোর্ট বিষয়টি ঠিকই বুঝতে পেরেছেন এবং একটি ভাল রুল জারি করেছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণে আলাদা মন্ত্রণালয় গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

এ জন্য পর্যাপ্ত বাজেট প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে কেন প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ দর্শানোর কথাও বলা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে মুখ্যসচিব, অর্থসচিব, আইনসচিব, পরিকল্পনাসচিবসহ ১৫ জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টের চারজন আইনজীবীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। আগামী ২৬ সেপ্টেম্বর আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

আদালত একই সঙ্গে গত ১০ বছরে গ্রাম ও শহরে জনসংখ্যা বৃদ্ধির গড় হার কত ছিল, তা আগামী চার সপ্তাহের মধ্যে জানাতে স্বাস্থ্যসচিবকে সময় বেঁধে দেন। ওই ১০ বছরে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, তাও জানাতে বলা হয়েছে। একই সঙ্গে দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণকাজে নিয়োজিত দেশি-বিদেশি এনজিওর নেওয়া পদক্ষেপের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হল যে , অতিরিক্তি জনসংখ্যাই দেশের সকল সমস্যার মূল। এটা নিয়তন্ত্রণে রাখতে হবে।

যদি বাংলাদেশের জনসংখ্যা আজ ৫ কোটি থাকত তবে বর্তমান সমস্যাগুলোর বেশীর ভাগই থাকত না। আমাদের লোকেদের বিদেশে কামলা দিতে যেতে হত না। বিদেশ থেকে কত কামলা আমাদের দেশে কাজ করতে আসত। আসুন, জনসংখ্যা একটা সহনীয় পর্যায়ে রাখতে সবাই ভূমিকা রাখি। তবে নেতারা কোন ভূমিকা রাখবে না।

কারণ জন্যসংখ্যা নিয়ন্ত্রণ মানে ভোটার নিয়তন্ত্রণ। ভোটার কমে যাক এটা কোন বুদ্ধিমান নেতা চাইতে পারে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।