not now
Click This Link
(খবর: -১. বিভিন্ন স্থানে বিদ্যুৎ কার্যালয়ে হামলা-ভাংচুর, সংঘর্ষ -বিডিনিউজ২৪.কম)
আজ আমি ফিরে যাবো
দুর্বিষহ যাতনার কাছ
নয় ঘন্টার অফিস
সাথে তিন ঘন্টার যাতায়াত
আর যানজটের "মাইনকা চিপায়" যদি পড়ি.....
তবু শত কষ্টে প্রতিদিন আমি বাড়ী ফিরতে চাই।
বাড়ী ফিরলেই বাবা-মা বলবে,
- "বাপু, এসেছিস!"
হাতের বোঝা হাল্কা করার ছলে
হাত খানি ছুঁয়ে যাবে সে।
আর 'পাপা', 'পাপা' বলে
বুকের উপর ঝাপিয়ে পড়বে
ছোট্ট দু'টি পরী।
প্রতিদিন অফিস শেষে আমি
আমার সুখের স্বর্গে ফিরি।
তবু আজ ছুটির ভেঁপু বাজতেই
মনে হল আমি ফিরে যাবো দুর্বিষহ যাতনার কাছে।
ঘর হতে বহু দূরে বসে আমি অনুভব করি
নিকষ কালো অন্ধকারের সাথে মোমের আলোর লড়াই।
মা বসে ব্যালকনিতে, বাবা সিঁড়ির বারান্দায়
একটু বাতাসের আশায়।
প্রচন্ড গরমে বাচ্চা দুটো হাসফাস করছে
আর রান্না ঘরে উনুনের তাপে দগ্ধ হচ্ছে সে।
হায় বিদ্যুত, হায় লোডশেডিং
তুমি কোটি বাঙ্গালীর দীর্ঘশ্বাস।
যতঠুকু আশীষ দিলে বাঙ্গালীর কপালে
লোড শেডিং শুষে নিল সব, তার নীল ছোবলে।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।