আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: মিসকল

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই
সাদা চোখের ফোনে নীল কাঁচের ডায়ালে মিসকল দেয়া ছাড়া ছিলনা উপায় অসহায়ত্ব ক্ষমা করে রোজনামচায় টুকে রেখো একজোড়া চোখের নম্বর কখনো এভাবেই মাঝ সমুদ্রে নাবিকের বেতারে ক্ষীণ আওয়াজের মতো হৃদয়ে প্রেম ভেসে আসে, দৃষ্টির ইথারে প্রেরকের লুকোনো বার্তাটি শুনে ঘুরিওনা তরঙ্গের কাঁটা, সবুজ বন্দরের বেঞ্চে নোঙড় ফেলার দিন - আঙুলের মোচড়ে বাদামের খোসাগুলো প্রজাপতির মত খুলে গেলে ঠোটের ডাকবাক্সে চিঠিহীন একটি খাম ফেলে দিও বিয়ারিং প্রতিশোধে। নয়তো স্বপ্নকে সিসি দাও – আদানপ্রদানে সে ঝানু ডাকহরকরা সঞ্চিত বিদ্যুত ফুরানোর অজুহাতে চিরকুট-বোতল ছুড়ে দিলে অনেক শতাব্দী পর ভালবাসার বালকেরা নুড়িপাথরে পেয়ে যায় স্মৃতিময় মহেঞ্জোদারো এখন রবিবার মিসকল ছাড়া উপায় ছিলনা অন্তত: অক্ষিপল্লবের কম্পিত রিংটোনটা পেলে, অনুভূতিগুলো ফেরত দিতে চায় ১৪০ অক্ষরের অণুচিঠি। -- (ড্রাফট ১.১। সঠিক বানান "মিসড কল" হলেও "মিসকল" শব্দটি বেশি প্রচলিত)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.