করণিক: আখতার২৩৯
***জবাবদিহিতা, আদালত, পরিণতি, --ইত্যাদি আমাদের আঙ্গুলের ডগায়, --ওগুলো আমরা সহজেই কিনে নিতে পারি। আমরা কেবল গণপিটুনিকে ভয় পাই, --যত পাওয়া উচিৎ ভয় পাই তার চে' অনেক অনেক বেশি। যিনি সর্বময়ত্বের একমাত্র দাবিদার, --যেমন মহাপরাক্রমশালী, --তেমনি তিনি যে আবার পরম দয়াময়, ক্ষমাশীল, করুণাময়, --এ বিশ্বাস আমাদের আছে, আর তাই তো আমরা বিধাতাকে তত ভয় পাই না, যত ভয় পাই জনগণকে।কালচক্রে আমাদের সৌভাগ্য এটাই যে, গণপিটুনিদাতা জনগণ এখানে আত্মকোন্দলিত, --জেগেও তারা যেন ঘুমন্ত আর তাই তো আমরা বিভিন্ন দলোগণ এখানে মহাসুযোগপ্রাপ্ত, --নিরাপদে নির্ভয়ে প্রকাশ্যে আমাদের যত অপকর্ম নিরলসভাবে চালিয়ে যেতে পারি। জ্ঞানান্ধকারে থাকুক আত্মকোন্দলক্লান্ত জনগণ, --যেন তারা থাকে এমনতরো ঘুমন্ত অচেতন, --যতক্ষণ জাগেনি তারা, আমরা লাগামছাড়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।