আমাদের কথা খুঁজে নিন

   

বিজন বিষন্নে

বাহিরে কি বৃষ্টি ঝরে বৃষ্টি, শির-শিরে; অবিরাম বিরান শিহরণ বাতাসে! দক্ষিণে ঐ কুটির নীড়ে। আমরা দুজন বিজন বিষন্নে.... আজও গন্ধ পাই এইখানে আমাদের আদি প্রেমের মুহুর্মুহু অনুভূতির, নষ্টালজিয়া। মনে পড়ে সেই অনুভবের,দীর্ঘ প্রহর? আঁখির পলকে-অলুকে আমার আলোকের বনে - অনিমেষে-মিশে এক অনিমা প্রণয়ের দ্বীপ জ্বেলে দিলে। তাই না ! কি অনুপম একটি বাণ উড়ে গেল দিগন্ত টানে কি হৈ-চৈ না-আর কলকতান! তোমার ঐ নিজস্ব নির্বাসনে অকারণ অভিমানে, নেহাৎ- অগোচরের ভুলের ঘোরে ডুবে যাওয়ার ক্ষণে- তুমি হীন শুণ্য কবন্ধে ইন্দ্র-গন্ধে,সৌরভে তোমারই ভাস্কর্য, নির্মিত হয়েছিল; একান্তেই আমার জন্যে। দেখতো-নয়নের তীরে! বাহিরে কি বৃষ্টি ঝরে? খুব বেশি, যে আমারই- সত্তা ধুয়ে-বয়ে-নিয়ে ফের বাঁধবে তোমার শিখরে! আজ, আমরা দুজন বিজন বিষন্নে.... নষ্টলজিয়ার গল্প বুনি আমরা ফিরে আসি দক্ষিণের ঐ কুটির নীড়ে। এক-আশ্চর্য সুরম্য গন্ধে ভরা বৃষ্টি ভেজা সন্ধ্যায়.... বিষাদ আব্দুল্লাহ(২৩.০৬.১২)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।