বাঙ্গাল মানুষ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও বাংলাদেশ স্কাউটস আয়োজিত লটারি ২০১০-এর ড্র অনুষ্ঠান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অনুমোদনক্রমে এটি স্থগিত করা হয়। বাংলাদেশ স্কাউটসের জনসংযোগ কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়।
আজ বুধবার এই লটারির ড্র অনুষ্ঠানের কথা ছিল। ড্রয়ের পরিবর্তিত তারিখ পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
লটারিতে মোট ৬৬২টি পুরস্কার দেওয়া হবে যার মূল্যমান ৪৪ লাখ ৫০ হাজার টাকা। প্রথম পুরস্কার একটি পঁচিশ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার একটি পাঁচ লাখ টাকা, তৃতীয় পুরস্কার দুইটি প্রতিটি এক লাখ টাকা করে।
লটারির টিকিট বিক্রির প্রাপ্ত অর্থ বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন, স্কাউটদের প্রশিক্ষণ, প্রোগ্রাম বাস্তবায়ন, দুর্যোগকালীন ত্রাণ তৎপরতা ও উদ্ধারকাজে ব্যয় করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।