গুরুত্বপূর্ণ এ খবরটি হয়তো এরই মধ্যে ব্লগায়িত হয়েছে। তারপরও যারা মিস করেছেন, তাদের জন্য উপস্থাপন করলাম।
দৈনিক আমাদের সময়ের প্রথম পাতায় খবরটি প্রকাশিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার ছাত্রলীগ পেটাল শিক্ষকদের। গতকাল সংগঠনটির নেতাদের হামলায় বিশ্বদ্যিালয়ের চার শিক্ষকসহ ১০ জন আহত হয়েছেন।
আহত শিক্ষকেরা হলেন ইসলামের ইতিহাসও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, একে এম ইফতেখারুল ইসলাম, মাহমুদুর রহমান এবং পালি ও বুদ্ধিস্ট বিভাগের সহযোগী অধ্যাপক বিমান চন্দ্র বড়-য়া। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতারা এ হামলা চালায়।
গতকাল বিকেলে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের খেলা শেষে এ ঘটনা ঘটে। এ সময় সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা রামদা, হকস্ট্রিক, রড এবং লাঠিসোটা নিয়ে ইসলামের ইতিহাস বিভাগের খেলোয়াড়দের উপর হামলা চালায়।
এ সময় গ্যালারির বেশ কয়েকটি কাচ ভাংচুর করে ছাত্রলীগ কর্মীরা। পরে প্রক্টর ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু। তিনি দাবি করেছেন, তার নেতৃত্বে কোন হামলা হয়নি। বরং খেলা নিয়ে মারামারি বাঁধলে তিনি তাদেরকে নিবৃত্ত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বিকেলে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মধ্যে আন্তঃবিভাগ খেলা চলছিল। খেলা শেষে পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ ৩-০ গোলে হারে। খেলার মাঠে এ এফ রহমান হলের অর্থনীতি বিভাগের ছাত্র ও ছাত্রলীগ কর্মী আফসার এবং পালি বিভাগ চতুর্থ বর্ষের লিটন রেফারি জালাল উদ্দিনকে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ধাক্কা দেন। এতে ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে লিটন আহত হন।
এ খবর শুনে পালি ও বুদ্ধিস্ট বিভাগের চার নম্বর জার্সি পরা খেলোয়াড় ও সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু হলে খবর দিলে হল থেকে ছাত্রলীগ কর্মীরা চাপাতি, হকস্ট্রিক, রড এবং লাঠিসোটা নিয়ে খেলার মাঠে আসে। এ সময় তারা ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মারধর করে। এতে শিক্ষকরা রক্ষা করতে গেলে তাদের উপরও হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। শিক্ষার্থীদের মধ্যে আহত হন ইসলামের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রাসেল, সুজন, প্রথম বর্ষের শহীদুল, নীরব।
এ বিষয়ে ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, তার বিভাগ ৩-০ গোলে পালি ও বুদ্ধিস্ট বিভাগকে হারালে সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্ররা হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুর নেতৃত্বে লাঠিসোটা নিয়ে ইসলামের ইতিহাস বিভাগের ছাত্রদের উপর হামলা চালায়।
এতে চারজন শিক্ষকও আহত হয়েছে বলে তিনি জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।