খেলেই সব দুঃখ কস্ট সাফ! কতটুকু খাওয়া যায় ঠিক করে নিন। যত বেশী তত ডেন্জার! হ্যাংওভার কাটাতে মাতাল হয়েই থাকুন না। বাইরের আঘাত বা ক্ষতের জন্য বাঁদিকেরটা আর ভিতরের ক্ষতের জন্য..! হ্যাঁ এলকোহল ক্যারিয়ার, পরিবার, সম্পর্ক সব গলিয়ে শেষ করে দেয় । বীয়ার দুনিয়াটিকে বদলে দিবে; কিভাবে দিবে জানিনা, তবে দিবে!! মদ কোন সমস্যা সমাধান করেনা, তা, বলি কি দুধওতো করেনা! প্রত্যেক অফিসের একটা করে থাকা দরকার! বুঝে নিন। হ্যাঁ আমার এরকমই একটা গ্লাস দরকার!! (বোতল কাম গ্লাস) লোকে বলে মদ নাকি ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়, তাতে কি হল, তাড়াহুড়াটা করছে কে? মাঝে মাঝে আমি পানি পান করি শুধু লিভারটাকে বোকা বানাবার জন্য!! হতে পারে মদ মানুষের সবচাইতে বড় শত্রু কিন্তু বাইবেলেই তো বলেছে শত্রুকে ভালবাসো!! লোকে বলে দিনে এক বোতল মদ খাওয়া ভাল তা বোতলটাওতো গ্লাসের তৈরী, তাইনা? পুনশ্চ: এগুলো সিম্পলি মজা করার জন্য, দয়া করে কেউ সিরিয়াসলি নিবেননা। ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।