আমাদের কথা খুঁজে নিন

   

দ্বৈত সত্ত্বা

আর কোন লেখা-লেখি নাই। মন চাইলে লিখব, না চাইলে নাই।
'দ্বৈতসত্বা' অদ্ভুত ভয়ংকর একটা শব্দ, অন্তত আমার কাছে। এক মানুষের দুইরকম চরিত্র খুবই ভয়ংকর মনে হয়। এক মানুষকে সকালে চিনছি একভাবে।

দুপুর গড়িয়ে বিকেল হতে হতে তার পরিবর্তন অনেকটা আতঙ্কগ্রস্ত করে তোলে আমাকে। এ যেন ডঃ জেকিল আর মিঃ হাইডের লুকোচুরি। এরকমই এক চরিত্রের সাথে আমার বব্ধুত্ব ছিল প্রায় ৭ বছরের। এতটা বছর এত কাছাকাছি থেকেও বুঝিনি, চিনিনি তাকে। তার চরিত্রের এই দিকটা ছিল পুরোই অজানা।

দিন যায়। একসময় সূর্যের আলোর মত আস্তে আস্তে বেরিয়ে আসে তার চরিত্রের আরেকটি দিক। কপালজোড়ে কিভাবে যেন বেঁচে যাই ভয়ংকর এক বিপদ থেকে। এরপর তার সাথে যোগাযোগটা কমিয়ে ফেলি । আস্তে আস্তে বন্ধই করে দেই ।

কারন, জানতে পেরেছিলাম আমার জন্য পাতা জালের মূল হোতাই ছিল সে। একথা জানতাম শুধু আমিই। পরিচিত সবার মনেই তাই প্রশ্ন, কি এমন হলো যে ৭ বছরের এমন বন্ধুত্ব এভাবে ভেঙ্গে যায়। কাওকে জানাতে পারি না। কারন,কেউ বিশ্বাস করবে না।

[অসম্পূর্ণ একটি লেখা। শেষটা কিভাবে করবো ঠিক বুঝতে পারছি না। থাকুক না হয় অসম্পূর্ণই। ছবিঃ ইন্টারনেট
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।