মাঘের পাখি .........উড়েই যাবে জানি ........... খুঁজে খুঁজে নতুন ভবিষ্যত
একলা আঁকি .........শোকের প্রত্নখনি .............বৃষ্টিরাতে চেয়ে প্রিয়পথ
আবার দেখা ......... হলে ধারাবাহিক ............ ভাসিয়ে দেবো দ্বৈত জলভেলা
মেলে পাখা ........... শূন্যাকাশে প্রতীক......... যেমন মেলে সব বিরহ খেলা
বীজ নগরে ..........তাঁতের ভাঁজে ভাঁজে .....তাঁতি লুকোয় নিজের ছবি আগে
একটু দূরে ......... শিল্প কারুকাজে ..........স্মৃতির মমি ঢেউ হয়ে যে জাগে
জাগায় জানি ....... কৃতিত্ব নেই আমার ....... ভোরের রেখা রেখে নীলজমিনে
কালের ধ্বনি .......স্বমহিমায় অপার ............শক্তি নিয়ে থাকে ঈশান কোণে
বুনেই যাবো .......বর্ণবোধের আলো .......ঝলসানো এই মাঘের উৎস ফ্রেমে
হয়তো পাবো ......মেঘের সাদা-কালো ......ভালোবেসে আসবে কাছে নেমে
==============================================
মাসিক কালি ও কলম । । মে ২০০৮ / জৈষ্ঠ্য ১৪১৫ - তে প্রকাশিত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।